Connect with us

নিউইয়র্ক

ম্যানহাটনসহ ৩ বরোর বাসের রুট বাতিলের সিদ্ধান্ত

Published

on

newyork-somoy

খরচ বাচাঁতে এবার বেশ কিছু রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিউউয়র্ক সিটির মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এমটিএ। সংস্থাটি জানিয়েছে, নিউইয়র্ক সিটি যানজটের মূল্য বেধেঁ দেয়ার ক্ষেত্রে দেরি হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে। এমন সিদ্ধান্তের কারনে নিউইয়র্ক সিটির জনবহুল এলাকাগুলোতে সাধারণ মানুষ ভেগান্তিতে পড়তে পারে বলেও জানিয়েছে এমটিএ। এমটিএ বলছে, সাপ্তাহিক কাজের দিনগুলিতে ভোগান্তি হতে পারে এমন এক্সপ্রেস বাস রুটগুলির মধ্যে রয়েছে BM2, BM5, SIM1C, SIM4C, SIM23 এবং SIM24 বাসগুলি। এগুলো এমটিএ-এর বাস সময়সূচিতে গত মাসে যোগ করা হয়েছিল। এটি ম্যানহাটন, ব্রুকলিন এবং স্টেটেন আইল্যান্ডের যাত্রীদের যাতায়াতের ওপর প্রভাব ফেলবে। এমটিএয়েরন থেকে সে্বা দেয়া এই বাসগুলো আগামী সেপ্টেম্বর থেকে বন্ধ থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। মটিএ বলছে, পুরনো সময়সূচিতে ফিরে গেলে সংস্থাটি প্রায় ৯০ লাখ ডলার সঞ্চয় করতে পারবে। এদিকে , কনজেশন প্রাইসিং ৩০ জুন থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ম্যানহাটনের ৬০তম স্ট্রিটের দক্ষিণে গাড়ি চালানোর জন্য দিনে ১৫ ডলার চার্জ করা হবে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে প্রবেশের জন্য।

Advertisement
Comments
Advertisement

Trending