Connect with us

নিউইয়র্ক

যানজট টোল স্থগিতে গভর্নরকে সমর্থন দিলেন মেয়র এরিক

Published

on

এরিক এডামস

যানজট টোল স্থগিত করার ঘটনায় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের পক্ষেই অবস্থান নিয়েছেন সিটি মেয়র এরিক অ্যডামস। এ নিয়ে বিভিন্ন পক্ষ গভর্নরের সমালোচনা করলেও মেয়র জানিয়েছেন, তার সাথে হোকুলের কোন বিরোধ নেই। গভর্নরের হাতকে শক্তিশালী করার ঘোষণাও দিয়েছেন মেয়র অ্যডামস।
মঙ্গলবার সিটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, নিউইয়র্কের জন্য যা মঙ্গলজনক সেটিই করেছেন গভর্নর হোকুল। এদিকে প্রস্তাবিত যানজট কর অনুযায়ী ম্যানহাটনের ৫২ স্ট্রিট ব্যবহারকারী গাড়ির চালকদের ন্যূনতম বাড়তি কর হিসাবে ১৫ ডলার দেবার কথা রয়েছে। চলতি মাসের শেষ নাগাদ এ কর সিস্টেম বাস্তবায়ন করার কথা ছিল। সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টকে নিয়ে কয়েক দফা বৈঠকের পর এ কর হার বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে চলতি সপ্তাহে হঠাৎ করেই এ যানজট কর স্থগিতের ঘোষণা দেন নিউইয়র্ক সিটি গভর্নর ক্যাথি মুন। গভর্নরের এমন ঘোষণার পর ম্যানহাটনসহ সিটির বিভিন্ন স্থানে এর বিরুদ্ধে মানববন্ধন করেছে পরিবেশবাদীরা। তারা মনে করেন, এই কর হার বাস্তবায়ন করা গেলে সিটির যানজট এবং বাড়তে থাকা দূষণ অনেকাংশে কমানো সম্ভব হবে। শুরু থেকে এ যানজট কর বাস্তবায়নের পক্ষে থাকলেও হঠাৎ করে সুর পাল্টেছেন সিটি মেয়র অ্যাডামস। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানালেন, গভর্নরের সিদ্ধান্ত নিউইয়র্কবাসীর জন্য ভাল হবে। এ সময় গভর্নরের সাথে বিভিন্ন ইস্যুতে বিরোধের কথাও অস্বীকার করেন তিনি। এ সময় সাবেক সহকর্মীকে প্রশ্ন করা হলে সেটি তিনি কৌশলে এড়িয়ে যান। ফেডারেল নিবার্চনকে সামনে রেখে যানজট কর কমানোর এ সিদ্ধান্ত কিনা সে নিয়ে সরাসরি কোন মন্তব্য করতে রাজি হননি মেয়র।

Advertisement
Comments
Advertisement

Trending