Connect with us

নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে আতঙ্কের নতুন নাম নাইল ভাইরাস

Published

on

নাইল ভাইরাস

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে ওয়েস্ট নাইল ভাইরাস বা ডব্লিউএনভি। এটি একটি মশাবাহিত রোগ। সাধারণত কিউলেক্স মশা থেকে এই রোগ ছড়ায়। মূলত পাখির দেহ থেকে মশার মাধ্যমে এই ভাইরাস ঢোকে মানুষের শরীরে। আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা ও পশ্চিম এশিয়ায় এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি। এরই মধ্যে সাফোক কাউন্টি এই মৌসুমে প্রথম একজন নাগরিকের শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস মিলেছে বলে জানিয়েছে কাউন্টির স্বাস্থ্য বিভাগ। আইসলিপ শহরের ৫০-এর কোঠার এক পুরুষ গেল ১৮ জুলাই ভাইরাসের লক্ষণগুলি অনুভব করতে শুরু করেন এবং হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তাকে জুলাইয়ের শেষে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়।
ভাইরাসের হালকা লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা এবং শরীর ব্যথা। আরও গুরুতর লক্ষণগুলির মধ্যে রয়েছে উচ্চ জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তি, অজ্ঞান অবস্থায় চলে যাওয়া, কোমা, কাঁপুনি, খিঁচুনি, মাংসপেশীর দুর্বলতা এবং পক্ষাঘাত। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ সংক্রমিত ব্যক্তিরা ওয়েস্ট নাইল ভাইরাসের কোনও লক্ষণ অনুভব করেন না বা খুব হালকা লক্ষণ অনুভব করেন। গুরুতর সংক্রমণের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছে ৫০ বছর বয়সের বেশি লোক, যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন বা যারা ইমিউনোকমপ্রোমাইজড।
২০২৩ সালে সাফোক কাউন্টি ৫টি ওয়েস্ট নাইল ভাইরাসের ঘটনা রিপোর্ট করেছে এবং ২০২২ সালে ১১টি ঘটনা রিপোর্ট করেছে, স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ওয়েস্ট নাইল ভাইরাস এড়ানোর জন্য কিছু পরামর্শের মধ্যে রয়েছে দীর্ঘ হাতা এবং প্যান্ট পরা, সন্ধ্যা এবং সকাল dawn-এর মধ্যে বাইরে না যাওয়া (যখন মশা বেশি সক্রিয় থাকে) এবং মশা তাড়ানোর ক্রিম ব্যবহার করা।

Advertisement
Comments
Advertisement

Trending