Connect with us

নিউইয়র্ক

শতাধিক স্থানে ফ্রি ‘সামার মিল’ পাবে শিক্ষার্থীরা

Published

on

শতাধিক স্থানে ফ্রি ‘সামার মিল’ পাবে শিক্ষার্থীরা

নিউইয়র্ক পাবলিক স্কুলগুলোর সিদ্ধান্ত

গ্রীষ্মের ছুটিতে এরই মধ্যে নিউইয়র্কে বন্ধ হয়েছে স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। তারপরও শিক্ষার্থীরা বিনামূল্যে পাবে সকালের নাশতা ও দুপুরের খাবার।
বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে নিউইয়র্ক পাবলিক স্কুলস। এ উদ্যোগের ফলে, নিউইয়র্ক সিটির কুইন্স, ম্যানহাটনসহ ৫ অঞ্চলের ১০০টিরও বেশি স্থানে মিলবে এ খাবার। যা বিনামূল্যে গ্রহণ করতে পারবে ১৮ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীরা। এর জন্য কোন স্কুলের আইডি, সাইনআপ বা কাগজপত্রের প্রয়োজন পড়বে না। বিনামূল্যে এ খাবার সুবিধা নিতে হলে কেবল যেতে হবে আশেপাশের সিটি পাবলিক স্কুল, লাইব্রেরী, পার্ক বা জাদুঘরের মতো জায়গাগুলোতে। খাবার বিতরণের সময়ও বেঁধে দিয়েছে এনওয়াইসি পাবলিক স্কুলস্। প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত নেয়া যাবে সকালের নাশতা এবং দুপুরের খাবার সংগ্রহ করতে হবে ১১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে। সপ্তাহে সাত দিন খোলা থাকছে এ সুবিধা। প্রতিদিন কী কী খাবার খেতে পারবে শিক্ষার্থীরা সেটিরও তালিকা এরই মধ্যে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement
Comments
Advertisement

Trending