Connect with us

নিউইয়র্ক

সাবওয়েতে নিরাপত্তা বাড়াতে কড়া নজরদারি

Published

on

newyork-somoy

শহর জুড়ে অবৈধ অধিবাসী আর অপরাধ বেড়ে যাওয়ায় নিউইযর্কে যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিটি মেয়র ও পুলিশ প্রশাসন। কেউ যাতে সাবওয়েতে অবৈধ অস্ত্র নিয়ে প্রবেশ করতে না পারে, সে জন্য উইপেন্স ডিটেক্টর বসানো হচ্ছে। এতে করে যারাই অস্ত্র নিয়ে সাবওয়েতে যাওয়ার চেষ্টা করবে, তাদেরকে বাধা দেবে। তবে এর মধ্যেও বিভিন্ন সময়ে বিভিন্ন স্টেশনে কিছু ঘটনা ঘটতে দেখা গেছে।
এদিকে গত সপ্তাহ থেকে সিটির বিভিন্ন সাবওয়ে স্টেশনে মেটাল ডিটেক্টর চেকিং বসানো হয়। ২ আগস্ট শুক্রবার জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটের সাইটে সাবওয়ের প্রবেশমুখে পুলিশ মেটাল ডিটেক্টও দিয়ে পরীক্ষা করার ব্যবস্থা করে। সেখান দিয়ে সাধারণ যাত্রী যারা যাচ্ছিলেন, তারা সাধারণভাবেই যেতে পারছিলেন। তাদেরকে কিছু জিজ্ঞেস করা হচ্ছিল না। তবে কারও কাছে সন্দেহজনক কিছু থাকলে বা অস্ত্র থাকলে তাদেরকে রিপোর্ট করতে হয়।
সিটির অধিবাসীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। যাত্রীদের অনেকেই মনে করেন, কোনো মানুষ যাতে কোনো ধরনের অবৈধ, অনুমোদিত অস্ত্র, কোনো ধরনের অপরাধের করলে মানুষ আহত কিংবা নিহত হতে পারে, এমন কোনো জিনিস ব্যবহার করতে পারবে না। কারণ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ও যেকোনো ধরনের হামলার ঘটনা বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুলিশ, মেয়র অফিস ও এমটিএ তা কার্যকর ।

Advertisement
Comments
Advertisement

Trending