“শত্রুকে নিশ্চিহ্ন করতে হলে প্রথমে শত্রুকে ভালো করে জানতে হবে।সবাই জানেন,ইঁদুর আমি ঘৃণা করি। ইঁদুরের বিরুদ্ধে আমার সর্বাত্মক লড়াই অব্যাহত থাকবে। “সংবাদ সম্মেলনে এমন সব কথা বলে নিউইয়র্কে ইঁদুর সম্মেলনের ডাক দিয়েছেন মেয়র এরিক এডামস। আসছে ১৪ এবং ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আরবান রেট সামিট । যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে ইঁদুর বিশেষজ্ঞরা এ সম্মেলনে যোগ দেবেন। নিউইয়র্ক সিটির ক্রমবর্ধমান ইঁদুর নিয়ন্ত্রণের উপায় বের করার জন্য মেয়র এরিক অ্যাডামস এ ইঁদুর সম্মেলনের আহ্বান জানিয়েছেন।
এ নিয়ে গত সপ্তাহে করা এক সংবাদ সম্মেলনে মেয়র অ্যাডামস বলেছেন, “আমি বিশ্বাস করি আমার মতো সিটির নাগরিকরাও ইঁদুরকে ঘৃণা করেন।” ইঁদুরের বেশি বিস্তার লাভ করছে এমন সব এলাকায় তাদের বন্ধ বৃদ্ধি গত এক বছরে ১৪ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানান। মেয়র বলেন, আমরা ক্রমাগত এক্ষেত্রে উন্নতি করে যাব এবং আমাদের থামার কোন অবকাশ নেই। শত্রুকে হারাতে হলে তাকে ভালোভাবে জানতে হবে। মেয়র বলেন, এজন্যই এ ইঁদুর সম্মেলনের আমরা আয়োজন করছি।
সিটির স্যানিটেশন কমিশনার জ্যাসিকা টিশচ বলেছেন, আরবান ইঁদুর সম্মেলনের মধ্য দিয়ে ইঁদুর নিয়ন্ত্রণের সেরা উপায় এবং সিটির বর্জ্য ব্যবস্থাপনার সেরা পদ্ধতি সম্পর্কেও ধারণা বিনিময় করা যাবে।
নিউইয়র্ক সিটি ইঁদুরের সিটি হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ বিশেষ এলাকায়ই নয় শুধু ম্যানহাটনের মতো পর্যটনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ইঁদুরের দৌড়ঝাঁপ নগরীর জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘরবাড়ি, অ্যাপার্টমেন্টে ইঁদুরের উৎপাতে নাগরিকদের বিরক্তি চরমে উঠেছে। স্তূপাকার বর্জ্যই ইঁদুরের বংশ বৃদ্ধির মূল কারণ বলে মনে করা হয়। গত বছর সিটি আইনসভায় ইঁদুরকে বিষ প্রয়োগকে মেরে না ফেলে জন্মনিয়ন্ত্রণ করার জন্য একটি আইন প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।