আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। আর এ দিবসকে কেন্দ্র করে প্রতিবছরই নানান আয়োজন করে নিউইয়র্ক সিটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বাধীনতা দিবস উদ্যাপনকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে নানান উদ্যোগ। মেসিস ফায়ার ওয়ার্কস, হাডসন আর ইস্ট রিভারের পাড়ের আতশবাজি, আলোর ফোয়ারা প্রদর্শনী, কুচকাওয়াজ, কনসার্ট, কার্নিভ্যাল, সভা, সেমিনারসহ নানান আয়োজন থাকছে এবারের স্বাধীনতা দিবসকে ঘিরে। স্বাধীনতা দিবসের উৎসবকে আরেকটু রঙিন করতে পৃথিবীজুড়ে সমাদৃত মেসিস ফায়ার ওয়ার্ক বা আতশবাজি দেখার জন্য ১০ হাজার বিনামূল্যের টিকিট দিচ্ছে নিউইয়র্ক সিটি প্রশাসন।
গেল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিটি মেয়র এরিক অ্যাডামস। ২০১৩ সাল থেকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম মেসিস ফায়ার ওয়ার্ক হাডসন নদীর ধার থেকে শুরু হবে।
নিউইয়র্ক সিটি মেয়র অ্যাডামস জানিয়েছেন, পুরো নিউইয়র্কবাসী মেসিস ফায়ার ওয়ার্কে অংশ নিতে পারবেন, এমন ব্যবস্থা করছেন তারা। এরপরেও ১০ হাজার ফ্রি টিকিট দেওয়া হচ্ছে, যারা সামনের সারিতে বসে শো উপভোগ করতে পারবেন।
এদিকে, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য অনেক সংস্থা এই আয়োজনের পরিকল্পনায় সহায়তা করে আসছেন।
মেয়র অফিস সূত্রে জানা গেছে, ২৬ জুন সকাল ১০টা থেকে www.nycjuly4.com-এ বিনামূল্যের টিকিট পাওয়া যাবে। যারা আগে আসবে তাদেরই এই টিকিট দেয়া হবে। একজন ব্যক্তি কেবল ২টি টিকিট পাবেন। টিকিটগুলিতে ম্যানহাটনের পিয়ার ৪৫ এবং পিয়ার ৮৪-এ দেখার জায়গাগুলোতে প্রবেশের ব্যবস্থা রয়েছে। যারা টিকিট পাবেন না তাদের জন্য পশ্চিম পাশের হাইওয়েজুড়ে আতশবাজি দেখার সুযোগ থাকবে।
এবারের মেসিস ফায়ার ওয়ার্কের থিম হলো ‘সামারস গ্রেটেস্ট হিটস।’ অনুষ্ঠানে ২৫ মিনিট বিভিন্ন শিল্পীর পরিবেশনা থাকবে। থাকছেন সাজিয়ো ছন গ্র্যামি পুরস্কার বিজয়ী জেসন হাওল্যান্ড। এছাড়া ব্র্যান্ডি ক্লার্ক, মিকি গাইটন এবং অ্যাম্বার ক্লার্কও এই আয়োজনে অংশ নিবেন।
লাইট শো শুরু হওয়ার আগে, ট্যানার অ্যাডেল, লুইস ফনসি, দ্য ওয়ার অ্যান্ড ট্রিটি এবং লাইনি উইলসনের পারফরম্যান্সে দর্শকরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সাধারণ জনগণের জন্য প্রবেশের পয়েন্টগুলো হলো ক্রিস্টোফার স্ট্রিট এবং ওয়াশিংটন স্ট্রিট, পশ্চিম ১১তম স্ট্রিট এবং ওয়াশিংটন স্ট্রিট, পশ্চিম ১২তম স্ট্রিট এবং ওয়াশিংটন স্ট্রিট, পশ্চিম ২৯তম রাস্তা এবং ১১তম অ্যাভিনিউ, পশ্চিম ৪০তম রাস্তা এবং ১১তম অ্যাভিনিউ।