সানম্যান হ্যাপি ঈদ ক্যাম্পেইনের কুপন সংগ্রহ করে সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার – এর যেকোনো ব্রাঞ্চ অথবা এজেন্ট লোকেশনে কুপন জমা দিয়ে ১ হাজার ডলারের উপর ব্যাংক ডিপোজিট, ক্যাশ পিকআপ অথবা মোবাইল ওয়ালেটে (বিকাশ, নগদ) টাকা পাঠালেই পাবেন নিশ্চিত ৫ ডলার ছাড়!
১-১২ জুনের ভিতর সানম্যান এক্সপ্রেসের ব্রাঞ্চ, সান্ম্যান এজেন্ট লোকেশন অথবা অনলাইনে ১ হাজার ডলারের উপর রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে ভাগ্যবান গ্রাহকরা (লাকী ড্র এর মাধ্যমে) পাবেন, সোনার নেকলেস, আইফোন, আইপ্যাড, লেপটপ ও গিফট কার্ড সহ আকর্ষণীয় সব পুরষ্কার পেতে পারেন।
সানম্যান এক্সপ্রেস মানিট্রান্সফারের সিইও মাসুদ রানা তপন বলেছেন, আপনিও পেতে পারেন সোনার চেইন বা ১ হাজার ডলার নগদ। ঈদ উপলক্ষ্যে রেসিট্যান্স প্রেরনকারি কাস্টমারদের সন্মানে এই বিশেষ পুরষ্কারের ব্যবস্থা করা হয়েছে। আমরা বিনা কমিশনে দেশে টাকা পাঠাতে সহায়তা করছি। রেটও দেওয়া হচ্ছে সবোর্চ্চ।