Connect with us

নিউইয়র্ক

হ্যাপি ঈদ ক্যাম্পেইন, সানম্যান এক্সপ্রেসের মাধ্যমে টাকা পাঠালে সোনার চেইন বা আইফোন পুরস্কার

Published

on

সানম্যান হ্যাপি ঈদ ক্যাম্পেইনের কুপন সংগ্রহ করে সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার – এর যেকোনো ব্রাঞ্চ অথবা এজেন্ট লোকেশনে কুপন জমা দিয়ে ১ হাজার ডলারের উপর ব্যাংক ডিপোজিট, ক্যাশ পিকআপ অথবা মোবাইল ওয়ালেটে (বিকাশ, নগদ) টাকা পাঠালেই পাবেন নিশ্চিত ৫ ডলার ছাড়!

১-১২ জুনের ভিতর সানম্যান এক্সপ্রেসের ব্রাঞ্চ, সান্ম্যান এজেন্ট লোকেশন অথবা অনলাইনে ১ হাজার ডলারের উপর রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে ভাগ্যবান গ্রাহকরা (লাকী ড্র এর মাধ্যমে) পাবেন, সোনার নেকলেস, আইফোন, আইপ্যাড, লেপটপ ও গিফট কার্ড সহ আকর্ষণীয় সব পুরষ্কার পেতে পারেন।

সানম্যান এক্সপ্রেস মানিট্রান্সফারের সিইও মাসুদ রানা তপন বলেছেন, আপনিও পেতে পারেন সোনার চেইন বা ১ হাজার ডলার নগদ। ঈদ উপলক্ষ্যে রেসিট্যান্স প্রেরনকারি কাস্টমারদের সন্মানে এই বিশেষ পুরষ্কারের ব্যবস্থা করা হয়েছে। আমরা বিনা কমিশনে দেশে টাকা পাঠাতে সহায়তা করছি। রেটও দেওয়া হচ্ছে সবোর্চ্চ।

Advertisement
Comments
Advertisement

Trending