নিউইয়র্ক সিটিতে গত বছর ব্যাপকহারে বৃদ্ধি পায় বাড়ি ভাড়া। আয় বৃদ্ধির চেয়ে বাসা ভাড়া বেড়েছে সাত গুণ বেশি। জেলোর প্রকাশিত এক গবেষণায় এ চিত্র ওঠে এসেছে। ২০২২ থেকে ২০২৩ পর্যন্ত নিউইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। কিন্তু ওই সময়ে বেতন বেড়েছে মাত্র ১ দশমিক ২ শতাংশ। এই বৃদ্ধির হার আমেরিকার যেকোনো সিটির চেয়ে বেশি।
২০১৯ সাল থেকে নিউইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া বেড়েছে ২৭ শতাংশ। যেখানে আয় বেড়েছে মাত্র ১১ শতাংশ। এ গবেষণা করতে গিয়ে স্ট্রিট ইজির বাড়ি ভাড়ার তথ্য এবং ব্যুরো অব লেবার স্টেটিস্টিকসের তথ্য ব্যবহার করেছে জাইলৌ।
গবেষণায় আরও দেখা গেছে যে, আমেরিকার ৫০টি বৃহৎ সিটির মধ্যে ৪৪টিতেই আয়ের চেয়ে বেশি বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে।
নিউইয়র্ক সিটির পর সবচেয়ে বেশি আয়ের চেয়ে বাড়ি ভাড়া বেড়েছে ম্যাসাচুসেটসের বোস্টন সিটিতে। সেখানে ২০২৩ সালে উল্টো আয় কমেছে এক শতাংশ। বাড়ি ভাড়া বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ।
তালিকায় চার নাম্বারে আছে বাফেলো। সেখানে বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২ শতাংশ। আয় বেড়েছে মাত্র শুন্য দশমিক সাত শতাংশ।
কানেকটিকাটের হার্টফোর্ড সিটিতে বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১ শতাংশ। বেতন বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ।