নিউইয়র্ক সিটিতে শত শত চাকরির সুযোগ তৈরি হয়েছে। গত মাসে নিউইয়র্কের লেবার ডিপার্টমেন্ট জানায়, মার্চে ১৮৮ হাজার বেকার ছিলেন সিটিতে। এমন পরিস্থিতিতে বেকারদের জন্যে সুখবর দিলো এমটিএ।
এজেন্সির ওয়েবসাইটে শত শত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় প্রতিদিনই সেখানে নতুন নতুন বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।
এমটিএ এর ক্যারিয়ার ওয়েবসাইটে বুধবারও ৫১৭টি একটিভ চাকরির তালিকা ছিলো। ওই চাকরির কাজের জায়গা নিউইয়র্ক সিটিতেই।
তাছাড়া কানেকটিকাট এবং হোয়াইট প্লেইন্স এবং বিভিন্ন লোকেশনে চাকরির তালিকাও প্রকাশ করা হয়েছে।
এমটিএর ভেতরে বিভিন্ন এজেন্সির চাকরির তালিকা রয়েছে সেখানে। ব্রিজ এবং টানেলের চাকরির রয়েছে বিজ্ঞপ্তিতে। এমটিএ হেডকোয়ার্টার্সে শতাধিক নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে।
কন্সট্রাকশন থেকে শুরু করে আইন এবং মেডিকেল সংক্রান্ত নতুন চাকরির বিজ্ঞাপনও রয়েছে এমটিএ এর ক্যারিয়ার ওয়েবসাইটে।
কর্মীদের জন্যে ইন্স্যুরেন্স, টিউশন রিইমবার্সমেন্ট, ট্রান্সপোর্ট পাস এবং নানা ডিসকাউন্টসহ বিভিন্ন সুবিধা দেওয়া কথা জানিয়েছে এমটিএ।