নিউইয়র্ক সিটিতে টোল ফাঁকি এবং ঘোস্ট কার বা অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে এমটিএ। অভিযানে একদিনেই ৫০টির বেশি গাড়ি জব্দ করেছে সিটি এজেন্সি। ক্রস বে ভেটেরান্স মেমোরিয়াল ব্রিজ, মেরিন পার্কাওয়ে গিল হজেস ব্রিজ, জর্জ ওয়াশিংটন ব্রিজ, গোথেলস ব্রিজ এবং বেয়োন ব্রিজ থেকে গাড়িগুলোকে আটক করা হয়েছে।
এমটিএ কর্তৃপক্ষ জানায়, অপরিশোধিত টোল, অনিবন্ধিত গাড়ি এবং লাইসেন্স বাতিল হবার কারণে এসব গাড়ি জব্দ করা হয়েছে। বিভিন্ন অপরাধের কারণে গাড়ি থামিয়ে ১৯ জনকে গ্রেফতারও করেছে এমটিএ। একশ জনকে টিকিট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এমটিএ কর্মকর্তারা।