Connect with us

নিউইয়র্ক

ইতিহাস গড়ে ফেডারেল জাজ হিসেবে বাংলাদেশি নুসরাতের শপথ

Published

on

ইতিহাস গড়ে ফেডারেল জাজ হিসেবে বাংলাদেশি নুসরাতের শপথ

বাংলাদেশি বংশোদ্ভুত নুসরাত জাহান চৌধুরী নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিকের ফেডারেল জাজ হিসেবে শপথ নিয়েছেন। আমেরিকার এ পদে তিনিই প্রথম বাংলাদেশি-আমেরিকান, প্রথম মুসলিম নারী ও দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে এ পদে অধিষ্ঠিত হলেন। ১০ মে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন। তাকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে আমেরিকার বিচার বিভাগে বৈচিত্র আনার ক্ষেত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের লক্ষ্য বাস্তবায়িত হল।

শপথ অনুষ্ঠানে সেনেট মেজরিটি লিডার চাক শুমার বলেন, ‘একজন নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল জাজ হিসেবে নুসরাত জাহান চৌধুরীকে শপথ নিতে সাহায্য করতে পেরে আমি খুবই সম্মানিত! তিনি একজন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনি পরিচালক ছিলেন। ফেডারেল জাজ হিসেবে জো বাইডেনের কাছে তার জন্য আমি তাকে সুপারিশ করতে পেরে গর্বিত।’নয়া নিযুক্ত ফেডারেল জাজ নুসরাত চৌধুরী ১৯৭৬ সালে ইলিনয়ে জন্ম নেন। তার পৈত্রিক বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ছয় নম্বর দাগনভূঞা সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর।

তিনি ইয়েল ল স্কুল, প্রিন্সটন ইউনিভার্সিটি ও কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন। তিনি ২০২০ সাল পর্যন্ত ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের লিগ্যাল ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়া, তিনি ২০০৮-২০২০ সাল পর্যন্ত নিউইয়র্কে আমেরিকার সিভিল রাইটস ইউনিয়নে বিভিন্ন পদে কাজ করেছেন। সর্বশেষ, ২০১৮-২০২০ সাল পর্যন্ত তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের ডেপুটি ডাইরেক্টর ছিলেন। নুসরাত চৌধুরী ২০১৬-২০১৮ সাল পর্যন্ত রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের সিনিয়র স্টাফ অ্যাটর্নি হিসেবেও দায়িত্ব পালন করেন।

Advertisement
Advertisement

Trending