Connect with us

কমিউনিটি সংবাদ

নিম্ন আয়ের নিউইয়র্কারদের সাশ্রয়ী আবাসনের সুযোগ

Published

on

নিম্ন আয়ের নিউইয়র্কারদের সাশ্রয়ী আবাসনের সুযোগ

নিউইয়র্ক সিটির নিম্ন আয়ের বাসিন্দাদের জন্যে সাশ্রয়ী আবাসনের সুযোগের ঘোষণা দিয়েছেন মেয়র এরিক এডামস। সেকশন এইট হাউজিং চয়েস ভাউচার কর্মসূচির জন্যে অপেক্ষামান তালিকা পুনরায় উন্মুক্ত করবে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি। ওয়েইটলিস্ট উন্মুক্ত করার ফলে নিম্ন আয়ের নিউইয়র্কাররা সাশ্রয়ী মূল্যের বাড়ি ভাড়া নেওয়ার সুযোগ পাবেন বলে জানান সিটি মেয়র। ২০০৯ সাল থেকে সাধারণ আবেদনকারীদের জন্যে ওয়েইটলিস্ট বন্ধ রাখা হয়। কর্মসূচির আওতায় পরিবারগুলোকে একটি ভাউচার দেওয়া হয় যখন তারা আবাসন খোঁজ করেন।

কর্মসূচির আওতায় বাসিন্দাদের মাসিক আয়ের ৪০ শতাংশের বেশি বাড়ি ভাড়া প্রদান করতে হয় না। বাসিন্দাদের আয়ের ৪০ শতাংশের বেশি বাড়ি ভাড়া বৃদ্ধি পেলে বাকী অর্থ পরিবারগুলোর পক্ষ থেকে প্রদান করে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি। আগামী ৩রা জুন আবেদন উন্মুক্ত করা হবে। আবেদন প্রক্রিয়া চলবে ৯ই জুন রাত ১১:৫৯ পর্যন্ত।

কর্মসূচির জন্যে যোগ্য হতে পরিবারগুলোকে অবশ্যই তাদের মোট আয় ৫০ শতাংশ বা এলাকার গড় আয়ের মধ্যম স্তরের নিচে থাকতে হবে। ৯ই জুন আবেদন প্রক্রিয়া শেষ হলে লটারির মাধ্যমে কর্মসূচির ওয়েইটলিস্টের জন্যে দুইশ হাজার আবেদনকারীকে নির্বাচিত করা হবে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে নিউইয়র্ক হাউজিং অথরিটির আবাসন প্রকল্পকে নিম্ন আয়ের নিউইয়র্কারদের জন্যে বিশাল সুযোগ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

Advertisement
Comments
Advertisement

Trending