নিউইয়র্ক সিটির স্কুল শিক্ষার্থীদের জন্যে সুখবর দিলে এমটিএ। মেট্রোকার্ডের পরিবর্তে সিটির স্কুল শিক্ষার্থীদের ওএমএনওয়াই বা ওমনি কার্ড দিবে সংস্থাটি।
সেপ্টেম্বর থেকে শুরু হওয়া স্কুল বর্ষ থেকে ওই কার্ড দেওয়া হবে। কন্টাক্টলেস ভাড়া প্রদান কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের ওমনি কার্ড দিচ্ছে এমটিএ। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রিডিউসড ফেয়ার, ফেয়ার ফেয়ার, একসেস-আ-রাইড এবং প্রি-ট্যাক্স কমিউটার রাইডাররা।
এমটিএ-এর প্রধান কাস্টমার কর্মকর্তা শানিফাহ রিয়েরা বলেন, ওমনি কার্ড সবচেয়ে সাশ্রয়ী এবং সহজে ভাড়া প্রদানের মাধ্যম। যা পাইলট প্রকল্পের সময় প্রমাণিত হয়েছে।
এ প্রকল্পকে সব শ্রেণিতে ছড়িয়ে দিতেই নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের ওমনি কার্ড দেওয়া হচ্ছে।
ওএমএনওয়াই কার্ড সম্প্রসারণের জন্যে দুটি পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে এমটিএ। গত পহেলা মে ওমনির জন্যে ফেয়ার ফেয়ার্স পাইলট প্রকল্প শুরু করেছিলো এমটিএ। এতে সিটির বাসিন্দাদের থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছে সংস্থাটি।
ওএমএনওয়াই নিউইয়র্ক সিটির ৩৩০ হাজার ফেয়ার ফেয়ার্স সদস্যকে প্রদান করা হবে।
ওমনি কার্ড ভেন্ডিং মেশিন প্রকল্প গত এপ্রিলে সম্পন্ন করেছে এজেন্সি। পাইলট প্রকল্পে ৩৭টি স্টেশনে ৭০ মেশিন স্থাপন করা হয়। এমটিএ জানিয়েছে, তারা প্রতিটি সাবওয়ে স্টেশনে ওএমএনওয়াই ভেন্ডিং মেশিন কার্যক্রম সম্পন্ন করতে চায় ২০২৫ সালে মাঝামাঝির মধ্যে।
এমটিএ চেয়ার এবং সিইও জ্যানো লিবার বলেন, ওএমএনওয়াই একটি মেগা প্রকল্প। এটিকে পর্যায়ক্রমে সব শ্রেণির সিটি বাসিন্দাদের পৌঁছে দেওয়া হবে। এতে সিটির মিলিয়ন মিলিয়ন ডলার সাশ্রয় হবে।