Connect with us

নিউইয়র্ক

পরিবারের ব্যয় কমাতে রিজার্ভ পেট্রোল ছাড়ছে সরকার

Published

on

পরিবারের ব্যয় কমাতে রিজার্ভ পেট্রোল ছাড়ছে সরকার

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সামারে পাম্পে দাম কমানোর জন্য নর্থইস্ট রিজার্ভ থেকে এক মিলিয়ন ব্যারেল পেট্রোল বাজারে ছাড়া হবে। নিউজার্সি ও মেইন স্টোরেজ সাইট থেকে বিক্রয়ের জন্য একবারে ১০০ হাজার ব্যারেল বরাদ্দ দেওয়া হবে।
পাওয়ার ডিপার্টমেন্ট বলছে, এই প্রক্রিয়া বাজারে একটি প্রতিযোগিতামূলক নিলাম প্রক্রিয়া তৈরি করবে এবং ৪ঠা জুলাইয়ের ছুটির আগে স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছানো এবং প্রতিযোগিতামূলক মূল্যে বিক্রয় নিশ্চিত করবে।
ডিপার্টমেন্টের মতে, আমেরিকান পরিবার ও ভোক্তাদের জন্য ব্যয় সংকোচনে সহায়তার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কংগ্রেসের ১০ বছরের পুরনো নর্থইস্ট রিজার্ভটি বিক্রির পর বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে। সরকারের আংশিক অচলাবস্থা এড়াতে মার্চ মাসে কংগ্রেস অনুমোদিত একটি ব্যয় চুক্তিতে এটি অন্তর্ভুক্ত করা হয়।

পাওয়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, সামারে ড্রাইভিং মৌসুম শুরুর সময় গাড়ি চালকদের স্বস্তি দেওয়ার জন্য এক মিলিয়ন ব্যারেল হিসেবে প্রায় ৪২ মিলিয়ন গ্যালন বিক্রি করা হবে। অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, আমেরিকাজুড়ে পেট্রোলের দাম গড়ে প্রায় ৩ দশমিক ৬০ ডলার প্রতি গ্যালন যা এক বছর আগের চেয়ে ছয় সেন্ট বেশি। হোয়াইট হাউজের নিয়ন্ত্রণে থাকা দলের জন্য নির্বাচনী বছরের দায়বদ্ধতা হিসেবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা হিসেবে প্রেসিডেন্ট নিজেই যে কয়েকটি পদক্ষেপ নিতে পারেন তার মধ্যে পেট্রোলের রিজার্ভ খরচ করা অন্যতম।
এনার্জি সেক্রেটারি জেনিফার গ্রানহোম বলেছেন, বাইডেন-হ্যারিস প্রশাসন অ্যামেরিকান পরিবারগুলোর জন্য পাম্পে দাম কমানোর দিকে মনোনিবেশ করছে। বিশেষত সামারে ড্রাইভিং মৌসুমে চালকরা রাস্তায় নেমেছেন। মেমোরিয়াল ডে থেকে ৪ঠা জুলাইয়ের মধ্যে কৌশলগতভাবে এই রিজার্ভটি কঠোর পরিশ্রমী অ্যামেরিকানদের সবচেয়ে বেশি প্রয়োজন। তাই এ সময়ে ট্রাই স্টেইট ও নর্থইস্টে পেট্রোলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করছে প্রশাসন।

Advertisement
Comments
Advertisement

Trending