Connect with us

নিউইয়র্ক

মেয়র অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে তৎপর এফবিআই

Published

on

সিটি মেয়র অ্যাডামসের একজন সহযোগী, যিনি তুর্কি বংশোদ্ভুত আমেরিকানদের সঙ্গে তার দীর্ঘ যোগাযোগ সূত্রে অ্যাডামসের ২০২১ সালের নির্বাচনী তহবিল সংগ্রহে তুর্কি অনুদান বিষয়ক দুর্নীতির ঘটনা জানেন, তিনি এখন মেয়রের বিরুদ্ধে তদন্তে এফবিআইকে সহযোগিতা করছেন। এ বিষয়ে জড়িত তিনজন ব্যক্তি এ নিউইয়র্ক টাইমকে জানিয়েছেন।

টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে,সহায়তাকারী, রানা আব্বাসোয়ার সহযোগিতা মেয়র এরিক অ্যাডামসের নির্বাচনী তহবিল সংগ্রহে ব্যাপক দুর্নীতির তদন্তে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে যে অ্যাডামসের তহবিল সংগ্রহের সঙ্গে তুর্কি সরকারের অনুদান গ্রহণ জড়িত কিনা এবং অ্যাডামস নিরাপত্তা ঝুঁকি সত্বেও একটি নতুন বহুতল বিশিষ্ট তুর্কি কনস্যুলেট ভবন নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করতে হাইরাইজ ভবন নির্মাণে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের ওপর চাপ সৃষ্টি করেছিলেন কিনা।

মেয়রের অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রোটোকল ডিরেক্টর মিসেস আব্বাসোভা ফেডারেল কর্তৃপক্ষকে কী তথ্য দিয়েছেন এখনো তা স্পষ্ট নয়। কিন্তু তার ইমেইল বার্তা অনুসারে তিনি তুরস্কের সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সাথে এরিক অ্যাডামসের কিছু লেনদেনের সাথে জড়িত ছিলেন অথবা এ ধরনের লেনদেন সম্পর্কিত তথ্য তিনি জানেন বলে এফবিআই নিশ্চিত হয়েছে। তিনি নিউইয়র্ক এবং বিদেশে তুর্কি কমিউনিটির সদস্যদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান ও বৈঠক সমন্বয় করতে সহায়তা করেছিলেন এবং অ্যাডামসে কোনো কোনো ভ্রমণের ব্যবস্থা করার সঙ্গেও জড়িত ছিলেন। এছাড়া তুরস্কে এরিক অ্যাডামসের দুই দফা সফরের সময় তিনিও তার সফরসঙ্গী ছিলেন বলে রেকর্ডে প্রমাণ পাওয়া গেছে।

মিসেস আব্বাসোভা (৪১) একজন আজারবাইনী বংশোদ্ভুত। এরিক অ্যাডামস নিউইয়র্ক সিটির মেয়র হওয়ার আগে যখন ব্রুকলিন বরো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন, তখন আব্বাসোভা সেখানে অ্যাডামসের জন্য প্রায় চার বছর কাজ করেছিলেন। অ্যাডামস মেয়র নির্বাচিত হওয়ার পর এফবিআই তার নির্বাচনী তহবিল সংগ্রহে দুর্নীতির আশ্রয় গ্রহণ করার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার পর তারা মিসেস আব্বাসোভার বাড়ি ও তার কম্পিউটার, সেল ফোন ঘেঁটে সন্দেহ করার যথেষ্ট আলামত পায়।

এক পর্যায়ে তদন্তকারীদের সহযোগিতা করতে সম্মতি প্রদান করেন। এফবিআই ও ফেডারেল প্রসিকিউটররা গত নভেম্বর মাস থেকে মেয়রের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত পরিচালনা করছে। গত ২ নভেম্বর এফবিআই আব্বাসোভার বাড়িতে তল্লাশি চালায়। একই দিনে তারা মেয়রের প্রধান তহবিল সংগ্রহকারী এবং তুর্কি এয়ারলাইন্সের একজন প্রাক্তণ নির্বাহীর বাড়িতেও তল্লাশি চালায়।

তদন্তে মিসেস আব্বাসোভাকে মেয়র অ্যাডামস এবং অন্যদের মতো আনুষ্ঠানিকভাবে দুর্নীতিতে জড়িত বলে অভিযুক্ত করা হয়নি। তবে এটিও স্পষ্ট নয় যে, তিনি তার প্রতি নমনীয়তার বিনিময়ে ফেডারেল প্রসিকিউটরদের সাথে সহযোগিতা করতে সম্মত হয়েছেন কিনা। ফেডারেল কর্তৃপক্ষ যে বিষয়গুলো তদন্ত করছে সে বিষয়ে তিনি তথ্য দিয়ে আসছেন।

Advertisement

Trending