দলের ভেতরে দল কিংবা উপদল নির্মাণ করার যে প্রতিযোগী তা যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপচেষ্টার মাধ্যমে ক্ষমতা থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ। বৃহস্পতিবার নিউইয়র্কের এক হোটেলে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের আয়োজনে দলীয় নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এমনটা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার ক্ষমতায় এসে আওয়ামী লীগের মূল শ্লোগান হলো স্মার্ট বাংলাদেশ বিনির্মান। আর স্মার্ট বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহযোগিতা প্রয়োজন। তাই দলকে এসময় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বলেন, দলের মধ্যে কোন্দল দূর করে স্মার্ট গড়ার পক্ষপাতী তিনি তবে সিনিয়র নেতাদের এসময় মূল্যায়ন করারও আহ্বান জানান ড.হাছান মাহমুদ। আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, গেলো ১৫ বছরে প্রতিটি গ্রাম শহর হয়েছে। মানুষ এখন আর পাকা সড়ক চায় না। শহরের সাথে পার্থক্য কমেছে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জামার্নসহ পৃথিবীর একাধিক শক্তিশালী দেশের রাষ্ট্র প্রধানদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রসংশার চিত্র তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বদলে যাওয়া বাংলাদেশকে চোখে দেখে না, কানেও শোনে না। এ সংগঠন পদ্মা সেতুর ওপর দিয়ে গিয়ে সভা-সমাবেশ একই সাথে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করে মিটিং মিছিল করার সমালোচনা করেন ড.হাছান মাহমুদ। এ মতবিনিময় সভা শেষে দলের নেতা -কর্মীদের এক মঞ্চে এক হয়ে সভা করায় ধন্যবাদ জানান তিনি। এ সময়, নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে পররাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রামে অংশ নেয়াতে ধন্যবাদ জানান।