যুক্তরাষ্ট্রে আগামী ১৬ জুন রোববার উদ্যাপন করা হবে ঈদুল আযহা। জ্যামাইকা মুসলীম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ নিউইয়র্ক সময়কে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সউদীআরবের আকাশে চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ১৫ জুন শনিবার ইয়াওমুল আরাফা (হজ) এবং ১৬ জুন, রোববার ইয়াওমুল আরাধা (কোরবানির ঈদ) অনুষ্ঠিত হবে। সে হিসাবে, আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্রে ঈদ উদ্যাপন করা হবে। খতিব বলেন, ঈদের প্রথম জামাত আমেরিকান মুসলীম সেন্টারে ভোর ৫ টা ৪৫ মিনিট, দ্বিতীয় জামাত ৬টা ৪৫ মিনিট এবং তৃতীয় ও চতুর্থ জামাত যথাক্রমে সকাল ৮টা ও ১০টায় অনুষ্ঠিত হবে রুফস কিং পার্কে।
তিনি আরো জানান, জ্যামাইকা মুসলীম সেন্টারে ঠিক কোন সময় ইদের জামাত অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করা যাবে। জ্যামাইকা মুসলীম সেন্টারের ঠিকানা ৮৯-১৪, ১৫০ স্ট্রিট জ্যামাইকা ।