Connect with us

নিউইয়র্ক

বরের বয়স ১০০ কনের ৯৬!

Published

on

বরের বয়স ১০০ কনের ৯৬!

বিবাহোত্তর ভোজসভায় বাইডেন

বরের বয়স ১০০, কনের বয়স ৯৬। কিন্তু এ বয়সে গাঁটছড়া বেঁধে তাঁরা প্রমাণ করলেন প্রেম বয়সের বাঁধা মানে না। সম্প্রতি সত্যি ১০০ বছর বয়সে বিয়ে করে তাক লাগালেন প্রবীণ মার্কিন সেনা হ্যারোল্ড টেরেন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ‘ডি ডে বীচ’-এ ৯৬ বছর বয়সি প্রেমিকা জিন সয়েলিনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। গত শনিবার ঐতিহাসিক এ বিয়ে সম্পন্ন হয়।
ফ্রান্সের নরম্যান্ডির ক্যারেন্টান-লেস-মারাইস টাউন হলে নব দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপন করেন। এ বিয়ের পর যে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয় তাতে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নবদম্পতিকে অভিনন্দন জানান মাখো। তিনি বলেন, ক্যারেন্টান শহরে আপনাদের বিয়ে এবং বিয়ে উত্তর নৈশভোজের আয়োজন করতে পেরে আমরা ভীষণ খুশি। টেরেন্স বলেন, বিয়ের এ দিনটি আমার জীবনের সবচেয়ে সেরা দিন। উৎফুল্ল কনে বলেন, জেনে রাখুন ভালবাসা কেবল তরুণ-তরুণীদের জন্যে নয়, ছোট এ উদ্যোগের মাধ্যমে আমরা এখন প্রজাপতিতে পরিণত হয়েছি।

Advertisement
Comments
Advertisement

Trending