Connect with us

নিউইয়র্ক

নিউজার্সি সিটিতে সুলভ আবাসনের সুযোগ

Published

on

নিউজার্সি সিটির উদ্যোগ : স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ আবাসন

স্বল্প ও নিম্ন আয়ের মানুষদের জন্য সুলভ আবাসন ব্যবস্থা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে নিউজার্সি সিটি। আর তার অংশ হিসাবে এরই মধ্যে খুলেছে ‘এফোর্ডেবল হাউজিং লটারি পোর্টাল’। সিটি মেয়র স্টেভেন ফুলপ, শহরটির আবাসন বিভাগ, অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিভাগ এবং সুলভ আবাসন বিভাগ এক সাথে এই লটারি পোর্টালটির ঘোষণা করেছে। যেখানে মেয়র বলেন, এই ওয়েবসাইটটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা চাইলে এখানে আবেদনের মাধ্যমে কাঙ্ক্ষিত দামে আবাসন নিশ্চিত করতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, নিউজার্সি সিটিতে আমরা ঐতিহাসিক এক সস্তা মূল্যে আবাসন সুযোগ শুরু করেছি। এবং এই পোর্টালটি ন্যায্যতার একটি অংশ। যা আমাদের এই প্রতিশ্রুতিকে রক্ষা করে নাগরিকদের সুরক্ষা, নিরাপত্তা ও সুলভ আবাসন সেবা নিশ্চিত করবে।
অপেক্ষাকৃত কম আয়ের মানুষেরা কীভাবে সহজে এই পোর্টাল থেকে আবাসন সুবিধা নিশ্চিত করবে, সেটি হাতে কলমে বুঝিয়ে দিতে এরই মধ্যে তিনটি পৃথক সময়ে সেমিনার করার ঘোষণা ধরেছে মেয়র। ৩, ৮ এবং ২৩ জুলাই সকাল ৯টা ৩০ থেকে বিভিন্ন সময়ে সর্বোচ্চ বেলা ৪ টা ৩০ মিনিট পর্যন্ত নাগরিকরা এই সেশনে অংশ নিতে পারবে। ওয়েব পোর্টালটি— affordablehousingjc.com.

Advertisement
Comments
Advertisement

Trending