২০২৫ সালে ৪৬তম নিউইয়র্ক সিটি কম্পট্রোলার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার এ কম্পট্রোলার পদে নির্বাচন প্রার্থী হবার ঘোষণা দিলেন অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার। ডিস্ট্রিক্ট ৩৮-এর এই অ্যাসেম্বলি ওম্যান গত ১২ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ২০২৫ সালে ৪৬তম নিউইয়র্ক সিটি কম্পট্রোলার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি এই পদে তিনি নির্বাচিত হন তবে ২২৫ বছরের ইতিহাসে প্রথম কোন মহিলার এই অর্জন হবে।
প্রচারাভিযানে ঘোষণার পর রাজকুমার বলেছেন, “আমার প্রতিটি জয়ই সব প্রতিকূলতার বিরুদ্ধে হয়েছে। আমি এই জন্য বেঁচে আছি। জনসেবা আমার নেশা।’ উল্লেখ্য, জেনিফারের মায়ের জন্ম ভারতে দরিদ্র ঘরে। তার বাবা-মা মাত্র ৩শত ডলার এবং একটি স্যুটকেস নিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে এসেছিলেন।
রাজকুমার ২০২০ সালে নিউইয়র্ক রাজ্যের একটি পাবলিক অফিসে নির্বাচিত হয়ে প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান মহিলা হিসাবে ইতিহাস তৈরি করেছিলেন। ঐ নির্বাচনে ১১ বছর ক্ষমতায় থাকা তার প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়লাভ করেছিলেন তিনি। ৪ বছরেরও কম সময়ে তিনি যুগান্তকারী কয়েকটি আইন পাস করেছেন। যার মধ্যে রয়েছে স্মোকআউট অ্যাক্টসহ নিউ ইয়র্ক সিটিতে ইতিমধ্যেই ৮০০ টিরও বেশি অবৈধ ধূমপানের দোকান বন্ধ করা। দিওয়ালিকে নিউইয়র্ক সিটিতে একটি স্কুল ছুটির দিন হিসাবে প্রতিষ্ঠা করার ঐতিহাসিক বিল এবং নিউইয়র্ক রাজ্যের গৃহকর্মীদের মানবাধিকার সুরক্ষার আইনের বিল।