গেল ৫০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটি এবার সবচেয়ে বেশি আবাসন সংকটে পড়েছে। সিটিতে বসবাসরত অধিবাসীদের স্বল্প মূল্যে আবাসন ব্যবস্থা নিশ্চিতে এবার এক নিবার্হী আদেশ জারি করলেন সিটি মেয়র এরিক অ্যাডামস। এই নিবার্হী আদেশ অনুযায়ী শহরে নতুন জমি খুজেঁ তা আবাসিক উন্নয়ন সম্ভাবনা পর্যালোচনা করার জন্য একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। সিটি মেয়র জানিয়েছেন, সিটি হাউজিং অ্যাকটিভেশন টাস্ক ফোর্স শহর বা অন্যান্য অংশগ্রহণকারী ও সহযোগী সংস্থাগুলির মালিকানাধীন এবং নিয়ন্ত্রণাধীন সমস্ত জমি পর্যালোচনা করবে। একই সাথে আবাসিক উন্নয়নের জন্য সম্ভাব্য স্থান চিহ্নিত করবে।
মেয়র অ্যাডামস মনে করছেন, নতুন টাস্ক ফোর্স আবাসন সদস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। যেহেতু শহরের কাছে বর্তমানে পাঁচটি বোরো জুড়ে ৫ হাজারের এরও বেশি জমি ও ভবন রয়েছে, যা ৩৬২ মিলিয়ন বর্গফুটেরও বেশি স্থান জুড়ে। অ্যাডামস প্রশাসন শহরের চলমান আবাসিক সঙ্কট সমাধানের জন্য আগামী আট বছরে ৫ লাখ নতুন আবাসন ইউনিট উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে, যা ১৯৬৮ সালের পর সবচেয়ে কম ১ দশমিক ৪ শতাংশ এ পতিত হয়েছে, ভাড়া আকাশছোঁয়া হয়ে গেছে এবং ভাড়াটেদের মধ্যে তীব্র অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।
বুধবার সিটি মেয়র এক বিবৃতিতে বলেন, ‘যদি শহরের নিয়ন্ত্রণাধীন কোনো জমির মধ্যে সস্তা আবাসন উন্নয়নের সামান্যতম সম্ভাবনা থাকে, তাহলে আমাদের প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।’ তার মতে, নাগরিকদের সস্তা আবাসন নিশ্চিত করতে হলের নতুন উদ্ভাবনী ধারণাগুলি সামনে নিয়ে আসতে হবে এবং সমস্ত শহর সংস্থাকে সক্রিয় করতে হবে, তারা সরাসরি আবাসন তৈরি করুক বা না করুক, নিউ ইয়র্কবাসীদের জন্য সাহায্য করতে যোগ করেন মেয়র।
এদিকে, সিটি হাউজিং অ্যাকটিভেশন টাস্ক ফোর্সের চেয়ারম্যান হিসাবে নগর পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ক ডেপুটি মেয়র মারিয়া টরেস-স্প্রিংগারকে বেছে নেয়া হয়েছে। নিউইয়র্ক সিটি জানিয়েছে, এ টাস্ক ফোর্সের সাথে সিটি পুলিশের, ফায়ার ডিপার্টমেন্টের এবং সিটি-ওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, হাউজিং, প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন, এডুকেশন, পার্কস অ্যান্ড রিক্রিয়েশন, স্যানিটেশন এবং ট্রান্সপোর্টেশন বিভাগের প্রতিনিধিরা এক যোগে কাজ করবে।
টাস্ক ফোর্সে অন্যান্য সংস্থার মধ্যে নিউ ইয়র্ক সিটির তিনটি পাবলিক লাইব্রেরি সিস্টেম (নিউ ইয়র্ক, কুইন্স এবং ব্রুকলিন), অর্থনৈতিক উন্নয়ন কর্পোরেশন, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি এবং হেলথ অ্যান্ড হসপিটালস কর্পোরেশন যুক্ত হচ্ছে এই টাস্কফোর্স।
এদিকে অ্যাডামস প্রশাসনের সমালোচক লিগাল এইড সোসাইটি বুধবার একটি বিবৃতি জারি করে বলেছেন যে, তারা টাস্ক ফোর্সের পরিকল্পনাকে স্বাগত জানায়, কিন্তু শহরকে এগিয়ে নিতে হলে হলে কম আয়ের নিউ ইয়র্কবাসীদের জন্য সাশ্রয়ী দামে আবাসন নিশ্চিতের ওপর জোর দেন।
উল্লেখ্য, জুন মাসে, রেন্ট গাইডলাইন বোর্ড এক-এবং দুই-বছরের লিজে ভাড়া বাড়ানোর অনুমোদন দেয়, যা শহরের সার্বিকভাবে প্রায় ১১ মিলিয়ন ভাড়াটেদের প্রভাবিত করেছে।