নিউ ইয়র্কের কুইন্সে একটি বাড়িতে সন্দেহভাজনদের আক্রমণ থেকে এক পরিবারের সাত জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের জরুরি বিভাগ শনিবার রাত ২টার দিকে কুইন্সের ডগলস্টন থেকে একটি ফোন পেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায়।
পুলিশ অফিসাররা ওই বাড়ির সামনে গেলে দেখতে পান যে একজন নারী তার কোলে ১ বছর বয়সী একটি মেয়ে শিশু নিয়ে ভবনের ভেতর থেকে বাইরে ছুটে আসছে।
ওই নারী উপস্থিত পুলিশ অফিসারদের জানান, বন্দুক ও অন্য অস্ত্রসহ তিনজন লোক ওই বাড়িতে আক্রমণ চালিয়েছে। তিনি জানান, এখনও তার পরিবারের অন্য সদস্যরা বাড়ির ভেতরে আছেন; যার মধ্যে একজন ৭২ বছর বয়সী পুরুষ, ৭১ বছর বয়সী একজন নারী, ৪৪ বছর বয়সী আরেক নারী, ৪৩ বছর বয়সী একজন পুরুষ, ১৩ বছর বয়সী একজন ছেলে এবং ১০ বছরের একটি মেয়ে শিশু রয়েছে।
নিউ ইয়র্ক পুলিশ জানায়, ওই নারীর সঙ্গে কথা বলার পর তারা বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্র তিন সন্দেহভাজন সন্ত্রাসী একটি জানালা দিয়ে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের হাতুড়ির আঘাতে ৪৩ বছর বয়সী একজন পুরুষ এবং ঘুষিতে ৭১ বছর বয়সী একজন নারী আঘাত পেয়েছেন। যদিও তারা প্রাথমিক চিকিৎসা নিতে যাননি বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা বাড়ির পরিধির মধ্যে ড্রোন উড়িয়ে তাদের সনাক্ত করার পর আটক করে। আটকের সময় সন্দেহভাজনরা পুলিশের দিকে দিকে বন্দুক এবং হাতুড়ি ছুঁড়েছে বলে অভিযোগ করেছে পুলিশ। পুলিশ ওই বাড়িতে হামলার পেছনে কোন বিশেষ উদ্দেশ্য ছিল কিনা তা বিস্তারিত জানায়নি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন অভিযোগ তালিকাভুক্ত করা হয়নি।