Connect with us

নিউইয়র্ক

নিউইয়র্কে বাড়িওয়ালাদের জন্য সুখবর : বেসমেন্টকে বসবাসের উপযোগী করতে পাবেন অনুদান

Published

on

নিউইয়র্কে বাড়ি

আবাসন বা অর্থ সংকটে পড়ে নিউইয়র্কে যারা বেসমেন্টে বসবাস করেন তাদের দূভোর্গের দিন শেষ। এবার বাড়ির মালিকরা অর্থ বরাদ্দ পাবেন নিজেদের বেসমেন্টকে বসবাস উপযোগী করার জন্য।
এনওয়াইসি এইচপিডি এক্সেসরি ডিওয়িং ইউনিট (এডিইউ) প্রোগ্রামের অধীনে গাইডেন্স অন দ্য লিগ্যাল কনভেনশন অব বেসমেন্ট অ্যান্ড এটিকসের জন্য এইচপিডি অনুদান দেওয়া হবে।
এতে করে বাড়ির মালিকরা যেকোনো বেসমেন্ট অথবা এটিকের জন্য এইচপিডি অনুদানের অর্থ ব্যবহার করতে পারবে। প্রয়োজনে নিমার্ণ কাজেও বিনামূল্যে পরামর্শও মিলবে বলে জানা গেছে।
এমনিতেই নিউইয়র্ক সিটিতে অনেকে বেসমেন্টে বসবাস করেন, যেগুলো আইন অনুযায়ী বৈধ নয়। আবার বসবাসের জন্য নূন্যতম যে পরিবেশ সে সংক্রান্ত নিয়মকানুনও মানা হচ্ছে না। অনেকেই অস্বাস্থ্যকর পরিবেশে থাকছেন কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না। ভালো আয় না থাকায় অনেকেই ভালো বাসায় থাকতে পারছেন না। দিন দিন ভাড়া বাড়ার কারণে তারা প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বাসা ভাড়াও নিতে পারছেন না। অনুমোদিত ও স্বাস্থ্যসম্মত বেসমেন্টের দুষ্প্রাপ্যতার কারণেই অনেকে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন।
অস্বাস্থ্যকর বেসমেন্ট মেরামত করার জন্য যাদের অর্থ সহায়তা প্রয়োজন, তারা এনওয়াইসি এডিইউ প্রোগ্রামের অধীনে সহায়তা পেতে পারেন।
এ বিষয়ে নিউইয়র্কে বাংলাদেশি হোমওনার্স অ্যাসোসিয়েশন ইনক সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সেবা দিতে রাজি আছেন। সংগঠনটির নেতারা বলছেন, বেসমেন্ট পরিবেশবান্ধব একই সাথে ভাড়াটিয়াদের বসবাসের উপযোগী করার জন্য এই অর্থ ব্যবহার করা যাবে। এনওয়াইসি এডিইউও এ্যান্টের মাধ্যমে বিনা মূল্যে যেকোনো ব্যক্তি তার বেসমেন্ট কিংবা এটিককে বৈধ করে তুলতে পারবেন। আর এর জন্য ইনডোর, আউটডোর, এয়ার কোয়ালিটি, ফায়ার জন্য ফ্রি ইভাল্যুয়েশন করে দেয়া সম্ভব। ইনক্লুডিং সেফটি, হেজার্ডস ম্যাটেরিয়ালস, কারসিনোজেন, লেইড বেইজ পেইন্ট, এসবেসটস, মন্ড এবং ব্র্যাডন গ্যাস ইন্সপেকশন করা হবে। এসব কিছু যদি নিরাপদ থাকে, তাহলে বেসমেন্টে নিরাপদে বসবাস করা যাবে। কোনো মানুষেরই উচিত নয় সেফটি ইন্সপেকশন না করে আনহেলদি টক্সিক বেসমেন্টে বসবাস করা।
জানা গেছে, সাধারণত গ্র্যান্ট হিসেবে একজন বাড়ির মালিককে ৪০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হতে পারে। এটি সাধারণত এক পরিবার ও দুই পরিবার-বিশিষ্ট বাড়ির জন্য দেওয়া হয়। এটি পাওয়ার জন্য হাড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব শর্ত পূরণ করতে হবে। কোনো ভায়োলেশন থাকতে পারবে না।

Advertisement
Comments
Advertisement

Trending