Connect with us

নিউইয়র্ক

সিটি স্কুলে এখনই নিষিদ্ধ হচ্ছে না সেলফোন : এরিক এডামস

Published

on

এরিক এডামস
এ বছরের মে তে নিউইয়র্কের স্কুলগুলোতে শিশুদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন গভর্নর ক্যাথি হোকুল। তার মতে, এই প্রযুক্তি শিশুদের জন্য ক্ষতিকর। সিটির স্কুলগুলোতে শিক্ষার্থীদের স্মার্ট ফোন ব্যবহারে ক্ষতির দিকগুলো বিবেচনায় নিয়ে স্কুলে নিষিদ্ধ হতে যাচ্ছিল মুঠোফোন আনা। কিন্তু সিটি মেয়র এরিক এডামস বেশ স্পষ্ট জানিয়ে দিলেন এই নিষেধাজ্ঞার জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নয় সিটি।
মঙ্গলবার এডামস বলেছেন যে, স্মার্টফোন নিষিদ্ধ করার বিল আনার পরিকল্পনা করছেন। তবে স্মার্টফোন বাদ দিলে শিশুরা কীভাবে তাদের হোমওয়ার্ক করবে সে ব্যাপারে কোনো নির্দেশনা নেই। এখন শিশুরা অনেক হোমওয়ার্ক করার জন্য স্মার্টফোনের ওপর নির্ভরশীল। তাছাড়া নিরাপত্তার জন্য যেসব শিশু স্মার্টফোন ব্যবহার করে, তাদের ব্যাপারেও কিছু বলা হয়নি। এমনকি অপেক্ষাকৃত বয়স্ক শিশুদের ক্যাম্পাসে স্মার্টফোন আনার সুযোগ দেওয়া হলেও তা ব্যবহার নিষিদ্ধ থাকবে কিনা সে ব্যাপারেও কিছু বলা হয়নি। এসব বিবেচনায় এখনই সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।
এদিকে, চ্যান্সেলর ডেভিড ব্যাংকস বলেছিলেন যে, নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলে একটি নিষেধাজ্ঞা গ্রীষ্মের শুরুতে ঘোষণা করা হতে পারে। যদিও ওই সময়ে, অ্যাডামস বলেছেন যে এই বছর সেলফোনের বিষয়ে “কিছু পদক্ষেপ” থাকবে, তবে এটি দ্রুত সম্পূর্ণ নিষেধাজ্ঞা হবে না। কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও, এডামস এবং ব্যাংকস বলেছেন যে অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই শ্রেণীকক্ষে সেলফোন সরানোর জন্য প্রস্তুত। তবে মেয়র জানান, “আমরা নিজেরাই আমাদের ফোনে আসক্ত। এক্ষেত্রে সন্তানদের জন্য সকল বিভ্রান্তি দূর করতে চাই।”

Advertisement
Comments
Advertisement

Trending