Connect with us

নিউইয়র্ক

নিউইয়র্ক সিটিতে প্রাণঘাতি ‘নাইল’ ভাইরাস, বাড়ছে আক্রান্তের সংখ্যা

Published

on

নিউইয়র্ক সিটিতে প্রাণঘাতি ‘নাইল’ ভাইরাস, বাড়ছে আক্রান্তের সংখ্যা

নিউইয়র্ক সিটিতে মশার কামড়ে ছড়িয়ে পড়ছে ওয়েস্ট নাইল জ্বর। জ্বরের পাশাপাশি বমি, ডায়রিয়া ও মাথাব্যথার অভিযোগ এসেছে আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে।
সিটির স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এরই মধ্যে প্রাণঘাতি এ রোগ ছড়ানো কমাতে নিউইয়র্ক সিটির ম্যানহাটন, কুইন্সসহ ৫ টি বরোর আশপাশের এলাকায়

কীটনাশক ছিটানো শুরু হয়েছে। তারপরও ভাইরাসটির প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে। কেননা এটি তুলনামূলকভাবে বিরল এক ভাইরাস। সাবেক প্রধান মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি এই মশা-বাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ গত সপ্তাহে ঘোষণা করেছে যে তারা ২০২৪ সালে প্রথমবারের মতো নিউ ইয়র্কবাসীর মধ্যে পশ্চিম নীল ভাইরাস সনাক্ত করেছে।

নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এরই মধ্যে মোট ছয় জন আক্রান্ত হবার খবর নিশ্চিত হওয়া গেছে। চারজন পশ্চিম নীল স্নায়ু সংক্রমণ রোগে আক্রান্ত হয়েছেন, তিনজন কুইন্সে এবং একজন ম্যানহাটনে। একজন কুইন্সের বাসিন্দা পশ্চিম নীল জ্বর আক্রান্ত হয়েছে এবং ভাইরাসটি ব্রুকলিন, ম্যানহাটন এবং কুইন্সের তিনজন রক্তদাতার মধ্যে সনাক্ত হয়েছে। কবে এই তথ্য আপডেট করা হয়েছিল তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, ওয়েস্ট নাইল ফিভার হল একটি ভাইরাল সংক্রমণ যা প্রাথমিকভাবে মশা দ্বারা সংক্রমিত হয়ে ওয়েস্ট নাইল ভাইরাস সৃষ্ট করে। ভাইরাসটি সাধারণত আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়েছে।

Advertisement
Comments
Advertisement

Trending