Connect with us

নিউইয়র্ক

উবারের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ, ৩২ কোটি ৪০ লাখ ডলার জরিমানা

Published

on

উবারের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ, ৩২ কোটি ৪০ লাখ ডলার জরিমানা

ইউরোপে গাড়ি চালান এমন ড্রাইভারদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রে পাচার করার অভিযোগে রাইড শেয়ারিং অ্যাপ উবারকে ২৯ কোটি ইউরো জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে যা ৩২ কোটি ৪০ লাখ ডলারের বেশি। নেদারল্যান্ডসের ডেটা সুরক্ষা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ডাচ ডেটা প্রোটেকশন অথরিটি (ডিপিএ) এই জরিমানা করে। গত ২৪ আগস্ট এক বিবৃতিতে ডিপিএ জানিয়েছে, উবারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা বিষয়ক নীতিমালা (জিডিপিআর) লঙ্ঘণের যে গুরুতর অভিযোগ উঠেছিল, সেটির সপক্ষে প্রমাণ পাওয়া গেছে। তার ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে এই জরিমানা। ‘যুক্তরাষ্ট্রে তথ্য পাঠানো ইস্যুতে জিডিপিআরের যেসব নীতিমালা রয়েছে, সেসবের একটিও মানেনি উবার। এটা অত্যন্ত গুরুতর অপরাধ’ বলা হয়েছে ডিপিএ’র বিবৃতিতে।
এদিকে উবারের কর্তৃপক্ষ জানিয়েছে, এই জরিমানার আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করবে কোম্পানি উবারের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমরা জিডিপিআর সম্পূর্ণ মেনে যুক্তরাষ্ট্রে আমাদের হেডকোয়ার্টারে তথ্য পাঠিয়েছি। জরিমানার যে আদেশ দেয়া হয়েছে, সেটি ত্রুটিপূর্ণ এবং অন্যায্য। আমরা এই আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করব।’

Advertisement
Comments
Advertisement

Trending