Connect with us

নিউইয়র্ক

নিউইয়র্ক সিটির ৮০টি সাংস্কৃতিক কেন্দ্র সংস্কারে ২১০ মিলিয়ন বরাদ্দ

Published

on

newyork-somoy

বলা হয়ে থাকে শিল্প ও সংস্কৃতির বিকাশের অন্যতম প্রাণকেন্দ্র নিউইয়র্ক সিটি। সিটিতে বসবাস করেন এমন নাগরিক কিংবা পর্যটকরা তাই অবসর সময়গুলোতে বরাবরই সাংস্কৃতিক কেন্দ্রমুখী। এবার এই সাংস্কৃতিক কেন্দ্রগুলোর স্থাপনা এবং অভ্যন্তরিণ সৌন্দর্য বিকাশে সংস্কার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে নিউইয়র্ক সিটি। ৮০টি সাংস্কৃতিক কেন্দ্রকে ২১০ মিলিয়ন ডলার সংস্কারের জন্য বরাদ্দ দিলেন সিটি মেয়র এরিক অ্যাডামস।
নিউইয়র্ক সিটি কালচারাল এফেয়ার্স কমিশনার লরী কম্বো জানান, ‘সংস্কৃতি এ শহরের অর্থনীতির একটি স্তম্ভ। একই সাথে সুস্থ, নিরাপদ এবং সমৃদ্ধ কমিউনিটির জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়।’ তিনি বলেন, আমেরিকার অন্য কোন শহর নিউইয়র্কের মতো তার সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে এতটা সমর্থন করে না। সুতরাং এই সময়ে সাংস্কৃতিক সেন্টারগুলো সংস্কারের এ কার্যক্রম একটি বড় উদ্যোগ। যা দিয়ে প্রত্নতাত্ত্বিক ভবনগুলোর প্রাচীন ছাদ, ফ্যাসাড, স্কাইলাইট পুন:নিমার্ণের পাশাপাশি দশনার্থী উপযোগী করা যাবে বলেও মনে করেন তিনি।
নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য গায়েল ব্রিউয়ার বলেন, সংস্কৃতি এবং শিল্প শহরের অর্থনৈতিক চালক। ‘এটি পর্যটকদের জন্য ভাল এবং এলাকাগুলোর জন্যও ভাল। এটি স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নেবে।’
নগরীর মূল বাজেটে সাংস্কৃতিক কেন্দ্র সংস্কারে যে প্রতিষ্ঠানগুলো অর্থায়ন পেয়েছে সেগুলো হলো:
– ১২২ কমিউনিটি সেন্টার ফ্যাসাড সংস্কারের জন্য;
– ৯২য় স্ট্রিট ওয়াই সংস্কার প্রকল্পের জন্য;
– আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি বিল্ডিং সংস্কার ও সিস্টেম আপগ্রেডের জন্য;
– অ্যাপারচার ফাউন্ডেশন আইটি ও ডিজিটাল সরঞ্জামের জন্য;
– আর্ট স্টুডেন্টস লিগ অফ নিউ ইয়র্ক তাদের ১৫০তম বার্ষিকী সংস্কার প্রকল্পের জন্য;
– এশিয়া সোসাইটি চিলার প্রতিস্থাপনের জন্য;
– ব্যালে থিয়েটার ফাউন্ডেশন সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পের জন্য;
– বেলঙো (আগে আফ্রো-ল্যাটিন জাজ অ্যালায়েন্স) পূর্ব হারলেমে তাদের নতুন বাড়ির অব্যাহত সংস্কারের জন্য;
– ব্রঙ্কস মিউজিয়াম অফ দ্য আর্টস দক্ষিণ উইং সংস্কারের জন্য;
– ব্রঙ্কস চিড়িয়াখানা বৈদ্যুতিক আপগ্রেডের জন্য;
– ব্রুকলিন বটানিক গার্ডেন উত্তর সার্ভিস ইয়ার্ডে উন্নতির জন্য;
– ব্রুকলিন কনজারভেটরি অফ মিউজিক তাদের বিল্ডিং সংস্কার প্রকল্পের জন্য;
– ব্রুকলিন মিউজিক স্কুল সংস্কার ও আপগ্রেডের জন্য;
– চাশামা এভি ও লাইটিং সরঞ্জামের জন্য;
– চিলড্রেন’স মিউজিয়াম অফ ম্যানহাটান তাদের নতুন সুবিধার জন্য;
– ডিয়া আর্ট ফাউন্ডেশন একটি নতুন যানবাহনের জন্য;
– ডাউনটাউন কমিউনিটি টেলিভিশন একটি নতুন স্ক্রীনিং রুম নির্মাণের জন্য;
– এল মিউজিও ডেল ব্যারিও তাদের সংস্কার প্রকল্পের জন্য;
– এলেন কফম্যান কালচারাল সেন্টার বয়লার প্রতিস্থাপনের জন্য;
– গ্রিনউইচ হাউস সংস্কার প্রকল্পের জন্য;
– গুগেনহেইম মিউজিয়াম লাইটিং আপগ্রেডের জন্য;
– হারলেম স্টেজ একটি এভি সিস্টেমের জন্য;
– হেনরি স্ট্রীট সেটেলমেন্ট অ্যাব্রন্স আর্টস সেন্টারে শক্তি দক্ষতা ও প্রবেশযোগ্যতা প্রকল্পের জন্য;
– হিপ হপ মিউজিয়াম তাদের ব্রঙ্কসে নতুন বাড়ির জন্য ফিট আউটের জন্য;
– হিস্টোরিক রিচমন্ড টাউন তাদের ক্যারেজ বার্ন প্রকল্পের জন্য;
– ইন্ডিস্পেস তাদের হেলস কিচেনে নতুন সস্তা থিয়েটার স্পেসের জন্য;
– ইন্টারন্যাশনাল স্টুডিও অ্যান্ড কিউরেটোরিয়াল প্রোগ্রাম একটি এভি সিস্টেমের জন্য;
– আইরিশ আর্টস সেন্টার তাদের পুনঃউন্নয়ন প্রকল্পের জন্য;
– ইস্যু প্রজেক্ট রুম সংস্কার প্রকল্পের জন্য;
– জ্যাকস মারচাইস মিউজিয়াম অফ টিবেটান আর্ট সংস্কার প্রকল্পের জন্য;
– জ্যাজ অ্যাট লিঙ্কন সেন্টার একটি সাউন্ড সিস্টেমের জন্য;
– জুডিশিয়াল চিলড্রেনস মিউজিয়াম সংস্কার প্রকল্পের জন্য;
– জয়েস থিয়েটার তাদের নতুন সুবিধার জন্য এবং HVAC প্রতিস্থাপনের জন্য;
– লিংকন সেন্টার ফর দ্য পারফরমিং আর্টস তাদের ড্যামরসচ পার্ক উন্নয়ন প্রকল্পের জন্য;
– লুসিল লরটেল থিয়েটার ফাউন্ডেশন সংস্কার প্রকল্পের জন্য;
– মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট চিলার প্ল্যান্ট প্রকল্পের জন্য;
– মেট্রোপলিটান অপেরা অপেরার ফ্লাই সিস্টেম আপগ্রেডের জন্য;
– মাইন্ড-বিল্ডার্স ক্রিয়েটিভ আর্টস সেন্টার স্টেইনওয়ে পিয়ানোদের জন্য;
– মিউজিয়াম অফ জুডিশিয়াল হেরিটেজ HVAC প্রকল্পের জন্য;
– মিউজিয়াম অফ দ্য সিটি অফ নিউ ইয়র্ক এক্সটেরিয়র সংস্কার, বয়লার প্রতিস্থাপন, এবং লাইটিং প্রকল্পের জন্য;
– মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ প্রদর্শন স্থান ও লাইটিং সরঞ্জামের জন্য;
– ন্যাশনাল ব্ল্যাক থিয়েটার তাদের নতুন বাড়ির ongoing নির্মাণের জন্য;
– ন্যাশনাল সডাস্ট লাইটিং ও ফ্যাসাড সংস্কার প্রকল্পের জন্য;
– ন্যাশনাল সেপটেম্বার ১১ মেমোরিয়াল & মিউজিয়াম একটি তুষার গলানোর যন্ত্র এবং ফর্কলিফটের জন্য;
– নিউ ৪২য় স্ট্রিট এক্সটেরিয়র লাইটিং ও ডিজিটাল সাইনেজের জন্য;
– নিউ ইয়র্ক অ্যাকোয়ারিয়াম একটি প্রাণী আবাস প্রকল্পের জন্য;
– নিউ ইয়র্ক বোটানিক গার্ডেন বিভিন্ন সরঞ্জাম প্রকল্পের জন্য, যার মধ্যে সৌর যানবাহন চার্জিং স্টেশন অন্তর্ভুক্ত;
– নিউ ইয়র্ক সিটি সেন্টার একটি এলিভেটর প্রকল্প ও নতুন পিয়ানো কেনার জন্য;
– নিউ ইয়র্ক হল অফ সায়েন্স একটি ক্যাম্পাস মিটিগেশন প্রকল্পের জন্য;
– নিউ ইয়র্ক হিস্টোরিকাল সোসাইটি একটি গ্যালারি সংস্কার প্রকল্পের জন্য;
– পার্ক অ্যাভিনিউ আর্মরি একটি প্রবেশযোগ্যতা প্রকল্পের জন্য;
– পারফরম্যান্স স্পেস নিউ ইয়র্ক ফ্যাসাড সংস্কারের জন্য;
– প্লে-রাইটস হরাইজনস সংস্কার প্রকল্পের জন্য;
– পপ্পেনহুসেন ইনস্টিটিউট এক্সটেরিয়র উন্নতির জন্য;
– প্রেগোনেস / পুয়ের্তো রিকান ট্রাভেলিং থিয়েটার তাদের নতুন বাড়ির জন্য ব্রঙ্কসে;
– কুইন্স বোটানিক গার্ডেন একটি স্বাগত ও নিরাপদ প্রবেশ প্রকল্পের জন্য;
– কুইন্স মিউজিয়াম তাদের চলমান সম্প্রসারণ ও নতুন শিশুদের মিউজিয়াম স্পেসের জন্য;
– কুইন্স থিয়েটার একটি শাটল বাস ও লাইটিং প্রতিস্থাপনের জন্য;
– রুফটপ ফিল্মস একটি এভি সিস্টেমের জন্য;
– রাউন্ডঅ্যাবাউট থিয়েটার কোম্পানি একটি পুনরুদ্ধার প্রকল্পের জন্য;
– স্কাল্পচার সেন্টার এভি সরঞ্জামের জন্য;
– সেসেমি ফ্লায়ার্স ইন্টারন্যাশনাল

Advertisement
Comments
Advertisement

Trending