Connect with us

নিউইয়র্ক

নির্বাচন নিয়ে মুখ বন্ধ মেয়র অ্যডামসের

Published

on

এরিক অ্যাডামস

প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে কথা বলতে আগ্রহী নন বলে সাফ জানিয়ে দিয়েছেন নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র এরিক অ্যাডামস। কামালা হ্যারিসের প্রচারে যোগ দেয়ারও কোনো পরিকল্পনা নেই জানিয়ে তিনি প্রত্যাশা করেন, সিটির মানুষ আগ্রহের সাথেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মঙ্গলবার সিটি হলে সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ের সংবাদ সম্মেলনগুলোতে মেয়রের প্রশাসনের দুর্নীতি এবং পদত্যাগ বিষয় উঠে এলেও মঙ্গলবারের আলোচনায় ছিলো আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিসের প্রচারে মেয়রের উদ্যোগ নিয়ে।

তবে বিষয়টি এড়িয়ে যান মেয়র অ্যডামস। বলেন, নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, তার সব কিছু করছেন তিনি।

ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে সাংবাদিকদের করা সব প্রশ্নও এড়িয়ে গেছেন অ্যডামস।

প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে তিনি ভাবছেন না, তার ভাবনা জুড়ে নিউ ইয়র্ক সিটির মানুষের নাগরিক সুবিধা বাড়ানো।

আগে তিনি প্রকাশ্যেই ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেন। তবে সাম্প্রতিক সময়ে ডনাল্ড ট্রাম্প মেয়রকে সমর্থন জানানোর কারণে তিনি ট্রাম্প বিষয়ে নিশ্চুপ আছেন কিনা সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, মেয়র ট্রাম্পের বিষয়ে আর কোন প্রশ্নের উত্তর দেবেন না বলে সাফ জানিয়ে দেন।

তবে আগামী রবিবার ম্যানহাটনের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ডনাল্ড ট্রাম্পের নির্বাচনি জনসভার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে বলে জানান মেয়র।

Advertisement
Comments
Advertisement

Trending