Connect with us

নিউইয়র্ক

নিউ ইয়র্ক সিটিতে দর্শনার্থীদের জন্য আবারো উন্মুক্ত হলো দ্য ভেসেল

Published

on

newyork-somoy

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর সোমবার নিউ ইয়র্ক সিটির দর্শনার্থীদের জন্য আবারো খুলেছে ‘দ্য ভেসেল’।
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের হাডসন ইয়ার্ডে ২০১৯ সালে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত হয় মৌচাক আকৃতির ১৫০ ফুট উঁচু ভবন ‘দ্য ভেসেল’। ভবনের জিগজ্যাগ সিঁড়ি বেয়ে ওঠা দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করে। উন্মুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই, ভবনটি সারাবিশ্বের নজর কাড়ে। ইন্টারনেটের কল্যাণে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে দ্য ভেসেল। তবে, এই আকর্ষণ একসময় হয়ে ওঠে বিভীষিকা। ১৮ মাসের মধ্যেই একে একে চারজন ভবনটি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এদের মধ্যে একজন ছিলো ১৪ বছর বয়সি কিশোর।
একাধিক আত্মহত্যার ঘটনায় ২০২১ সালে বন্ধ করে দেয়া হয় দ্য ভেসেল। তবে, যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে আবারো উন্মুক্ত হচ্ছে ভবনটি। এই নিয়ে এলাকাবাসীর মধ্যেও বেশ স্বস্তি দেখা গেছে। তাদের প্রত্যাশা পুরনো স্মৃতি ভুলে আবারো দর্শকদের মন জোগাবে দ্য ভেসেল।

দুর্ঘটনা এড়াতে এবার ভবনটিতে যোগ করা হয়েছে সুরক্ষা ব্যবস্থা। ওপরের বেশ কয়েকটি তালায় লাগানো হয়েছে সুরক্ষা জাল। তাই আর কেউ চাইলেই ওপর থেকে লাফিয়ে পড়তে পারবে না। তবে ভবনটির ছাদ জনসাধারণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পুরোনো ইতিহাস মুছে ‘দ্য ভেসেল’ আবারো দর্শনার্থীদের আনন্দ দেবে বলে আশা করছে ম্যানহাটনের হাডসন ইয়ার্ডসের বাসিন্দারা।

 

Advertisement
Comments
Advertisement

Trending