Connect with us

নিউইয়র্ক

নিউইয়র্ক মাতালো ওয়ারফেজ ও আর্টসেল

Published

on

নিউইয়র্ক মাতালো ওয়ারফেজ ও আর্টসেল

দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের ৪০ বছর ও আর্টসেলের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে যৌথ কনসার্ট। গত শনিবারকালজয়ী ও মনোমুগ্ধকর একের পর এক গানে ব্রুকবিলের টিলিস সেন্টারের মঞ্চ কাঁপালো ব্যান্ড দল দুটি। এসময় আর্টসেল ও ওফারফেজের হাজারো ভক্ত-অনুরাগীদের করতালি, কোরাসে মুখর হয়ে উঠে বিশাল দর্শক ধারণক্ষমতার হলরুম। নিউইয়র্কের বুকে দেশের জনপ্রিয় দুটি ব্র্যান্ডদলকে একসাথে পেয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন আগত দর্শক-শ্রোতারা।
এদিকে কনসার্ট শুরুর আগে থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে শতশত মানুষ ভিড় জমাতে থাকে টিলিস সেন্টার প্রাঙ্গনে। আর্টসেল ও ওয়ারফেজের ভালোবাসায় দূর-দূরান্ত থেকে ছুটে আসা উৎসুক দর্শক-শ্রোতারা কনসার্টের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত বিপুল উৎসাহের সাথে উপভোগ করেন। প্রতিটি গানের সাথে প্রাণখুলে গলা মিলাতেও দেখা যায় তাদের।
অপরদিকে দর্শকদের অভাবনীয় উপস্থিতি ও আন্তরিক ভালোবাসায় অভিভূত হন ওয়ারফেজ ও আর্টসেল ব্র্যান্ডের সদস্যরা। প্রবাসের মাটিতে দর্শকদের স্ববান্ধব উপস্থিতি ও উৎসাহকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন তারা। মূল্যবান সময় ব্যয় করে দূর দূরান্ত থেকে কনসার্ট উপভোগ করতে ছুটে এসে কনসার্টকে সাফল্যমণ্ডিত করায় দর্শক-শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন ব্যান্ডদুটির সদস্যরা।
দেশি মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট ও গ্যালাক্সি মিউজিক এন্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে, ঠিকানার প্রযোজনায় ও রিভার্টেলের সৌজন্যে জনপ্রিয় দুটি ব্যান্ডের যৌথ এ কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টের সহযোগী আয়োজক হিসেবে ছিলো সেভ দ্যা স্মাইল।
ইতোমধ্যেই ৪০ বছর পার করা ওয়ারফেজ যাত্রা শুরু করেছিলো ১৯৮৪ সালের ৬ জুন। দীর্ঘ পথচলায় জনপ্রিয় এ ব্যান্ডটি তার শ্রোতাদের উপহার দিয়েছে ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’, ‘রূপকথা’র মতো জনপ্রিয় গান।এখন পর্যন্ত এ ব্যান্ডটির আটটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
অন্যদিকে আর্টসেল পার করেছে ব্যান্ড প্রতিষ্ঠার গৌরভ উজ্জল ২৫ বছর। ১৯৯৯ সালে লিঙ্কন, সাজু, সেজান ও এরশাদের হাত ধরে যাত্রা শুরু হয় আর্টসেল ব্যান্ডের। ‘অনিকেত প্রান্তর’, ‘ধূসর সময়’, ‘দুঃখ বিলাস’, ‘পথচলা’র মতো জনপ্রিয় গানগুলো আছে ব্যান্ডটির ঝুলিতে। গত বছর প্রকাশ পেয়েছে আর্টসেলের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’।

 

Advertisement
Comments
Advertisement

Trending