দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের ৪০ বছর ও আর্টসেলের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে যৌথ কনসার্ট। গত শনিবারকালজয়ী ও মনোমুগ্ধকর একের পর এক গানে ব্রুকবিলের টিলিস সেন্টারের মঞ্চ কাঁপালো ব্যান্ড দল দুটি। এসময় আর্টসেল ও ওফারফেজের হাজারো ভক্ত-অনুরাগীদের করতালি, কোরাসে মুখর হয়ে উঠে বিশাল দর্শক ধারণক্ষমতার হলরুম। নিউইয়র্কের বুকে দেশের জনপ্রিয় দুটি ব্র্যান্ডদলকে একসাথে পেয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন আগত দর্শক-শ্রোতারা।
এদিকে কনসার্ট শুরুর আগে থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে শতশত মানুষ ভিড় জমাতে থাকে টিলিস সেন্টার প্রাঙ্গনে। আর্টসেল ও ওয়ারফেজের ভালোবাসায় দূর-দূরান্ত থেকে ছুটে আসা উৎসুক দর্শক-শ্রোতারা কনসার্টের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত বিপুল উৎসাহের সাথে উপভোগ করেন। প্রতিটি গানের সাথে প্রাণখুলে গলা মিলাতেও দেখা যায় তাদের।
অপরদিকে দর্শকদের অভাবনীয় উপস্থিতি ও আন্তরিক ভালোবাসায় অভিভূত হন ওয়ারফেজ ও আর্টসেল ব্র্যান্ডের সদস্যরা। প্রবাসের মাটিতে দর্শকদের স্ববান্ধব উপস্থিতি ও উৎসাহকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন তারা। মূল্যবান সময় ব্যয় করে দূর দূরান্ত থেকে কনসার্ট উপভোগ করতে ছুটে এসে কনসার্টকে সাফল্যমণ্ডিত করায় দর্শক-শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন ব্যান্ডদুটির সদস্যরা।
দেশি মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট ও গ্যালাক্সি মিউজিক এন্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে, ঠিকানার প্রযোজনায় ও রিভার্টেলের সৌজন্যে জনপ্রিয় দুটি ব্যান্ডের যৌথ এ কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টের সহযোগী আয়োজক হিসেবে ছিলো সেভ দ্যা স্মাইল।
ইতোমধ্যেই ৪০ বছর পার করা ওয়ারফেজ যাত্রা শুরু করেছিলো ১৯৮৪ সালের ৬ জুন। দীর্ঘ পথচলায় জনপ্রিয় এ ব্যান্ডটি তার শ্রোতাদের উপহার দিয়েছে ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’, ‘রূপকথা’র মতো জনপ্রিয় গান।এখন পর্যন্ত এ ব্যান্ডটির আটটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
অন্যদিকে আর্টসেল পার করেছে ব্যান্ড প্রতিষ্ঠার গৌরভ উজ্জল ২৫ বছর। ১৯৯৯ সালে লিঙ্কন, সাজু, সেজান ও এরশাদের হাত ধরে যাত্রা শুরু হয় আর্টসেল ব্যান্ডের। ‘অনিকেত প্রান্তর’, ‘ধূসর সময়’, ‘দুঃখ বিলাস’, ‘পথচলা’র মতো জনপ্রিয় গানগুলো আছে ব্যান্ডটির ঝুলিতে। গত বছর প্রকাশ পেয়েছে আর্টসেলের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’।