নিউ ইয়র্কে রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে বের হন এমন চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। শুরুতে সাফোক কাউন্টিতে অভিযান শুরু হয়েছে। একাধিক গাড়ি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয় কাউন্টি কর্তৃপক্ষ। পহেলা ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।
নিউইয়র্ক পুলিশ বলছে, ছুটির মৌসুমে সড়কে গাড়ির পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। একই অনুপাতে বাড়ে দুর্ঘটনার হারও। আর এর বেশির ভাগই ঘটিয়ে থাকে মাতাল চালকরা। থ্যাংকসগিভিংয়ের ছুটিতে তাদের দমনে পুরোদমে অভিযানে নেমেছে, সাফোক কাউন্টি পুলিশ।
মদ্যপ চালকদের হুঁশিয়ারি দিয়ে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন, কাউন্টির কর্মকর্তারা। এসময় মাতাল অবস্থায় গাড়ি না চালানোর পরামর্শ দেন, সাফোক কাউন্টির এক্সিকিউটিভ এড রোমাইন।
পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়, ছুটির মধ্যে শহরের বিভিন্ন স্থানে চেকপয়েন্ট স্থাপন এবং টহলে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। আইন অমান্য করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে সতর্ক করেন, ডেপুটি কমিশনার কেভিন ক্যাটালিনা।
কমিউনিটির মাঝে সচেতনতা বাড়াতে সংবাদ সম্মেলনে উপস্থিত হন দুর্ঘটনার শিকার কয়েকটি পরিবার। মাতাল চালকের বেখেয়ালে ১২ বছর বয়সী অ্যান্ড্রু এবং একমাত্র ছেলে টিমোথিকে হারানোর দুঃখ শেয়ার করেন, ভুক্তভোগী পরিবারগুলো।
চালকের ভুলে নিজের জীবনটাও তছনছ হয়ে গেছে বলে জানান, ৩৭ বছর বয়সি এই নারী।
ভৌগলিক কারণে এই অঞ্চলে সংঘটিত ডিইউআই দুর্ঘটনাগুলো সবচেয়ে ভয়ঙ্কর বলে অভিহিত করেন, সাফোক কাউন্টি ডিএ, রেমন্ড টিয়ার্নি।
গত বছর কেবল থ্যাঙ্কসগিভিং সপ্তাহান্তে ২৭ জন চালককে গ্রেফতার করা হয় সাফোক কাউন্টিতে। দুর্ঘটনা প্রতিরোধে এবারেও পহেলা ডিসেম্বর পর্যন্ত জোড়ালো অভিযান চালু রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।