কুইন্সের আমাজুরা নাইটক্লাবের বাইরে বুধবার রাতে তিন থেকে চারজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে এনওয়াইপিডি।
কুইন্সের আমাজুরা নাইটক্লাবের বাইরে বুধবার রাত সোয়া ১১টার দিকে চার জনের একটি দল এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১০ জন আহত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় ওই নাইট ক্লাবে প্রবেশের জন্য ১৫ জনের একটি দল বাইরে অপেক্ষা করছিলেন। তাদের ওপর প্রায় ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়।
পুলিশ এখনও হামলার কারণ উদঘাটন করতে পারেনি। তবে এটি সন্ত্রাসী হামলা নয় বলে নিশ্চিত করেছে এনওয়াইপিডি। তদন্ত কর্মকর্তারা হামলার সাথে গ্যাং সম্পর্কিত কারণ জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্দেহভাজনদের খুঁজছে পুলিশ।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন হামলার খবর পেয়ে তাৎক্ষণিক নাইন্টি ফার্স্ট এভিনিউর হান্ড্রেড ফোরটি ফোর্থের ওই ঘটনাস্থলে পৌঁছান তারা। হামলার সময় নাইট ক্লাবের ভেতরে ৯০ জন উপস্থিত ছিল। বৃহস্পতিবার ভোরে এক সংবাদ সম্মেলনে এনওয়াইপিডির চিফ অফ পেট্রোল ফিলিপ রিভেরা বলেন, তিন থেকে চারজন ব্যক্তি গুলি চালিয়েছে।
আহত ১০ জনের মধ্যে ছয় জন নারী এবং চারজন পুরুষ। আহতদের সবার বয়স ১৬ থেকে ২০ এর মধ্যে। সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সন্দেহভাজনরা একটি লাইট কালারের সেডানে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্ত অগ্রগতির জন্য পুলিশ গাড়িটির খোঁজ করছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলটিতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তদন্ত কাজের জন্য আলামত সংগ্রহ করে।