নিউইয়র্ক
নতুন সম্ভাবনা আর স্বপ্ন নিয়ে স্বাগত ২০২৫
Published
2 weeks agoon
বিদায় ২০২৪, স্বাগত ২০২৫। ঘড়ির কাঁটা থেমে নেই, ঘুরছে তার নিয়মে। যার প্রতিটি সেকেন্ডের সঙ্গে মিশে আছে নানা ঘটনা, মুহূর্তেই সবকিছু যেন হয়ে যাচ্ছে ইতিহাস। সময়ের আবর্তে মানুষ পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেয়। অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হয় আরেকটি মাইলফলক। এই যে মহাকালের যাত্রা, সেখানে একেকটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে। গত হয়ে যাওয়া বছরের গ্লানি আমরা মুছে ফেলি, উৎসাহ খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে, এরপর এগিয়ে যাই অগ্রগতির দিকে।
পুরনো দিনের ভুল শুধরে নতুনকে আলিঙ্গন করি নব প্রত্যয়ে, নব আশায়। কালের গর্ভে হারিয়ে যায় একটি বছর। ঠিক সেভাবেই মঙ্গলবার ৩১ ডিসেম্বর, ২০২৪ মধ্যরাতের পর বিশ্ববাসী বরণ করে নিয়েছে নতুন আরেকটি বছরকে। ২০২৫।
ক্যালেন্ডারের পাতায় ২০২৪ ছিল ঘটনাবহুল। ফিলিস্তিন-ইসরায়েল, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইউএস নির্বাচন, সিরিয়ায় সরকার পতন, দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা, ১৭ বছর পর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছাড়াও নানান ঘটনার সাক্ষী ২০২৪।
প্রতিবারই নতুন বছরের প্রথম দিনে সবাই বিগত বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি, সাফল্য-ব্যর্থতার হিসেব মেলাতে চেষ্টা করে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রগতির পথে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করে।
গ্রেগোরিয়ান পঞ্জিকার নতুন বর্ষকে বরণ করে নেয়ার ঊষালগ্নে পৃথিবীর নানা প্রান্তে ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে জমকালো আয়োজনে মেতে ওঠে বিভিন্ন দেশ, দেশের মানুষ, যা ‘থার্টি ফার্স্ট নাইট’ নামে পরিচিত। থার্টি ফার্স্ট নাইট উৎসবের ঢেউ পৃথিবীর নানান দেশের মতো আমেরিকার এ ভূমিতেও লেগেছে সমানভাবে।
অন্যান্য বছরগুলোর মতোই ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছিলো নানা কারণে আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে। মন্দা অর্থনীতি, অর্থনৈতিক দিক থেকে সংকোচন, চাকুরী বাজার শ্লথ হওয়া, অবৈধ অভিবাসীর ঢল ছাপিয়ে পুরো বছরটি জুড়েই মার্কিন নিবার্চনের আমেজ ছিলো সমস্ত আমেরিকা জুড়ে। ৫ নভেম্বর এ লড়াইয়ে জয়ী হোন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০২৪ পুরো বছরই আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিলো চড়াই-উৎরাইয়ের বছর। তবুও সবকিছুকে পেছনে ফেলে নতুন বছর এসেছে। আর নতুন বছর সবার হাসি-আনন্দে কাটুক, এই প্রত্যাশা সবার।
নিউইয়র্কে প্রতিবছরের মত ম্যানহাটনের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে ৩১ ডিসেম্বর মঙ্গলবার থার্টি ফার্স্ট নাইটে বর্ষবরণে আপেল পতনের জমকালো অনুষ্ঠান হয়েছে। সারা বিশ্বের পর্যটক ও আমেরিকানরা এই অনুষ্ঠানে যোগ দেন। প্রবাসী বাংলাদেশিরা টাইম স্কয়ারের অনুষ্ঠান উপভোগ করেন।
এছাড়া প্রবাসে বিভিন্ন সংগঠন নানান অনুষ্ঠানের মাধ্যমে খ্রিস্টীয় নতুন বছর ২০২৫-কে বরণ করে নিয়েছেন। বাংলাদেশ থার্টিফার্স্ট নাইট এবং নতুন বছরকে বরণ অনুষ্ঠানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল চোখে পড়ার মত। বাংলাদেশের প্রেক্ষাপটে ২০২৪ ছিল বড় ঘটনাবহুল। এ বছর ছাত্র-জনতার আন্দোলন এবং এই আন্দোলনের ফসল ছিল ১৬ বছর একটানা ক্ষমতা থাকা শেখ হাসিনা সরকারের পতন। এছাড়া নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্বগ্রহণ বেশ আলোচিত বিষয় ছিল।
২০২৪-এ আমেরিকার বহুল আলোচিত ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রত্যাবর্তন ছিল সবচেয়ে স্মরণীয় ঘটনা।
এদিকে হামাস-ইসরায়েল এবং ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধ, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাসের দাবি উচ্চারণের মধ্যদিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছেন আমেরিকানরা।
কোথাও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি নতুন বছরের প্রথম প্রহর পর্যন্ত। বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে সবচেয়ে বড় উৎসবটিও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে।
২০২৫ সালকে স্বাগত জানিয়েছে বিশ্ব। বিশ্বে সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি। সবার আগে দেশটি নতুন বছরে পা দিয়েছে। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ড নতুন বছর বরণ করেছে। সেখানে আতশবাজিতে স্বাগত জানানো হয় নতুন বছরকে।
প্রায় একই সময়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ঝলমলে আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় ২০২৫ সালকে। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজির ঝলকানিতে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিও নতুন বছরে পা দিয়েছে।
এরপর নতুন বছরে পা দিয়েছে জাপান। রাজধানী টোকিওর তোদাই-জি মন্দিরে ঘন্টাধ্বনি বাজানোর ঐতিহ্য মেনেই বর্ষবরণ করেছে দেশটি। জাপানের পর দক্ষিণ কোরিয়া, ভারত ও শ্রীলংকা একে একে ২০২৫ সালে পদার্পণ করবে। তারপর যুক্তরাজ্যসহ ২৫ টি দেশ স্বাগত জানায় নতুন বছরকে।
চীনজুড়ে মানুষ নতুন বছরকে স্বগত জানাতে প্রস্তুত ছিল । চীনের শ্যানডং প্রদেশে নতুন বছরে শুভ ভাগ্য কামনা করে লেখা ব্যানার নিয়ে ২০২৫ সালকে বরণ করে নেয় একদল নারী।
ওদিকে, চীনের কংজিয়াং কাউন্টিতে একটি গ্রামের বাসিন্দারা প্রচলিত বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানাচ্ছে নতুন বছরকে। রাজধানী বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন বছরের আগমনীতে ভাষণ প্রদান করেছেন।
তবে যুক্তরাজ্যে আবহাওয়াজনিত কারণে নতুন বছর উদযাপানের কিছু অনুষ্ঠান বাতিল হয়েছে। ওদিকে, দক্ষিণ কোরিয়াও বছরের শেষের ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর অনেটা নিরবেই পালন করছে নতুন বছর বরণের উৎসব। এভাবে বিভিন্ন দেশের পর ব্রাজিল ও আর্জেন্টিনায় কিছুটা দেরিতে নেমেছে নতুন বছর।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকাগুলো একেবারে সবার শেষে নতুন বছরকে বরণ করবে।
আবার ডেনমার্কে থালা ছুড়ে স্বাগত জানানো হয়ে আসছে নতুন বছরকে। নতুন বছরের আগমনীতে যত বেশি থালা ছোড়া যাবে ততই শুভ ভাগ্য বয়ে আনবে নতুন সাল—এমনটিই বিশ্বাস করা হয় সেখানে।
ল্যাটিন আমেরিকার প্রথা হচ্ছে রঙচঙে অন্তর্বাস পরিধান করে নতুন বছরকে স্বাগত জানানো। অন্তর্বাসের রঙের ওপর নির্ভর করে নতুন বছর একেক জনের জন্য একেক রকম ভাগ্য বয়ে আনবে বলে সেখানে বিশ্বাস করা হয়। যেমন হলুদ রঙ ধনসম্পদ আনে, লাল রঙ আনে ভালোবাসা।
ফিলিপিন্সের মানুষ আবার নতুন বছরের আগমনীতে কয়েনের প্রতীক হিসাবে গোল জিনিস দিয়ে নিজেদের ঘিরে রাখে। এছাড়াও পোলকা ডটের কাপড় পরা এবং আঙুর খাওয়াও রীতি দেশটিতে।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পর অনেকটা দেরিতেই নতুন বছরে পা দেবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। সবশেষে ২০২৫ সালকে বরণ করবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকাগুলো।
বিদায় মানেই আনন্দ-বেদনার মহাকাব্য। বিদায়ের দিনে চোখের দৃশ্যপটে একটি বছর যেন এক মুহূর্ত। আজ ভোরের সূর্য আগামীর নতুন পৃথিবী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানান ঘটনা ছাপিয়েও জীবন যাচ্ছে চলে জীবনের গতিতে। এগিয়ে যাচ্ছে মানুষ, নতুন আশায়, নতুন স্বপ্নের প্রত্যয়ে। সেই স্বপ্ন ও সম্ভাবনার দিকে চেয়ে স্বাগত ২০২৫।
গল্প: একা
প্রবন্ধ: মাইজভান্ডারি গান: একটি মনগড়া ভূমিকা
এ সপ্তাহের কবিতা (১৭ জানুয়ারি ২০২৫)
স্মৃতিগদ্য: বাংলার শীত কুয়াশার চাদর
রহস্য গল্প: জিনাত মহল
নিউইয়র্কের মিলন ও সস্ত্রীক কল্লোল পেলেন বাংলাদেশ সরকারের সিআইপি অ্যাওয়ার্ড
ভেঙে গেলো মুক্তধারা ফাউন্ডেশন ড. নুরুন্নবীর পদত্যাগ
শেখ পরিবারের সীমাহীন দুর্নীতি: অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ করেছে দুদক
ভিসা নীতি শিথিল করলো যুক্তরাষ্ট্র
তামান্না বললেন, আবার বিয়ের কথা কেন?
Trending
-
কমিউনিটি সংবাদ18 hours ago
ভেঙে গেলো মুক্তধারা ফাউন্ডেশন ড. নুরুন্নবীর পদত্যাগ
-
সুস্বাস্থ্য18 hours ago
সিজোফ্রেনিয়া কী এবং এ রোগে আক্রান্ত ব্যক্তিদের আচরণ কেমন হয়?
-
বাংলাদেশ1 day ago
শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন?
-
কমিউনিটি সংবাদ18 hours ago
উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি সেলিম ফাউন্ডেশন ইনকের