Connect with us

নিউইয়র্ক

পর্যটক ফিরেছে নিউইয়র্ক সিটিতে: এরিক অ্যাডামস্

Published

on

newyork-somoy

প্রতিবছর কোটিরও বেশি পর্যটকের ওপর ভর করে নিউইয়র্ক সিটি দাড়িঁয়ে আছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র এরিক অ্যাডামস্। গত ৩০ ডিসেম্বর কমিউনিটি অপ:এড-এ অ্যাডামস্ বলেন, নিউইয়র্ক সিটি তার অর্থনৈতিক পুনর্জাগরণে এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। ২০২৪ সালে প্রায় ৬ দশমিক ৫ কোটি দর্শনার্থী শহরে ভ্রমণ করেছেন। এটি নিউইয়র্ক সিটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এবং ২০২৩ সালের তুলনায় যা দ্বিগুণ।
মেয়র বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে, নিউইয়র্ক সিটি বিশ্বব্যাপী রেস্তোরাঁ, কেনাকাটা, খেলাধুলা, ও বিনোদনের জন্য শীর্ষস্থানীয় গন্তব্য।
মেয়র আরও বলেন, ২০২৪ সাল সিটিতে আসা পর্যটকরা তাদের কেনা কাটা, ভ্রমণ ও খাবার-দাবারের মধ্য দিয়ে সিটি এবং স্টেটে ৭৯ বিলিয়ন ডলার অবদান রেখেছে। এ কারনে এই খাতে ৩ লাখ ৮৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমাদের ছোট ব্যবসা, সংখ্যালঘু এবং পাঁচটি বরো জুড়ে মহিলাদের মালিকানাধীন ব্যবসাগুলি এই রেকর্ড সংখ্যাগুলি থেকে উপকৃত হয়েছে। এ ছাড়া দর্শনার্থীদের ব্যয়ের মাধ্যমে ৬.৮ বিলিয়ন ডলার কর রাজস্ব সংগ্রহ হয়েছে। যা নিউইয়র্কের প্রতি পরিবারকে বছরে প্রায় ২ হাজার ডলার সঞ্চয় করতে সহায়তা করেছে।
এমনকি বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে নিউইয়র্ক এবং নিউজার্সিতে আরও এক নজিরবিহীন পর্যটন সাফল্যের আশা করা হচ্ছে।
অ্যাডামস্ বলে, ‘তিন বছর আগে, মহামারির পর শহর যখন পুনরুদ্ধার হচ্ছিল, তখন রাস্তাগুলো ফাঁকা ছিল, ব্যবসাগুলোর ধস নেমেছিল আর পর্যটন খাত ছিল গভীর সংকটে। তবে প্রশাসনের নিরলস প্রচেষ্টায়, শহরকে আরও সুরক্ষিত ও সাশ্রয়ী করে তোলা হয়েছে, যা কর্মজীবী মানুষের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। নিউইয়র্ক সিটি তার অর্থনৈতিক পুনর্জাগরণে এক অনন্য উদাহরণ স্থাপন করেছে।
একটি সমৃদ্ধ পর্যটন খাত নিশ্চিত করতে, শহরের নিরাপত্তা এবং জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে অ্যাডামস্ বলেন, ‘আমরা জানি যে জননিরাপত্তা ছাড়া একটি সমৃদ্ধ পর্যটন শিল্প থাকতে পারে না। এই কারণেই, ২০২৪ সালে সাবওয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশ বাহিনীকে শক্তিশালী করা হয়েছে যাতে নিউইয়র্কবাসী এবং পর্যটকরা নিরাপদবোধ করতে পারেন। এর ফলে সাবওয়ে অপরাধ ৫.৪ শতাংশ কমে এসেছে। এই বছর নিউইয়র্ক সিটির সাবওয়েতে এক বিলিয়নের বেশি যাত্রা রেকর্ড হয়েছে।’

মেয়র বলেন, বিভিন্ন এজেন্সি এবং কমিউনিটি অংশীদারদের সমন্বয়ে কাজ করা ‘কমিউনিটি লিঙ্ক’ উদ্যোগটি শহরের বিভিন্ন এলাকায় মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষত টাইমস স্কয়ারে এই উদ্যোগ ব্যাপক সাফল্য পেয়েছে, যেখানে ১৫ হাজার ৯০০ এর বেশি সমন জারি, ১ হাজার ৭০ এর বেশি অভিযান পরিচালনা এবং ৭৩০ এর বেশি অভিযোগ সমাধান করা হয়েছে।

মেয়র আরও বলেন, টাইমস স্কয়ার এমন একটি জায়গা যেখানে আতিথেয়তা, বিনোদন, পর্যটন এবং ব্যবসায়িক শিল্প মিলিত হয়৷ লক্ষ লক্ষ পর্যটক টাইমস স্কয়ারে আসেন এবং প্রায়ই অবৈধ বিক্রেতা এবং পেডিক্যাব দ্বারা লক্ষ্যবস্তু হয়, পর্যটকদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে এবং জীবিকা নির্বাহের চেষ্টা করা বৈধ ব্যবসাকে ক্ষুন্ন করে। তাই অ্যাডামস্ প্রশাসন, “অপারেশন ফ্রন্ট ডোর” নামক বিশেষ উদ্যোগের মাধ্যমে টাইমস স্কয়ারের অবৈধ বিক্রেতা ও পেডিক্যাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যা বৈধ ব্যবসাগুলোকে সুরক্ষা দিতে সাহায্য করছে।

 

Advertisement
Comments
Advertisement

Trending