চলতি বছরে এক লাখ স্কুল-কলেজ শিক্ষার্থীদের কাজের সংস্থান করবে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। সিটি প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থী এমনকি নিউইয়র্কের ম্যানহাটন, কুইন্সসহ ৫টি বরোতে যারা স্থায়ীভাবে বসবাস করছেন এমন অধিবাসীরা সামারে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার সবচেয়ে বড় শর্ত হচ্ছে আবেদনকারীর বয়স হতে হবে ১৪ থেকে ২৪ বছর। কাজ বিষয়ক কিছু প্রোগ্রাম আছে শুধু স্টুডেন্টের জন্য আর কিছু প্রোগ্রাম আছে ১৪ থেকে ২৪ বছর বয়সী সবার জন্য।
একই সাথে শিক্ষার্থীরা নিউইয়র্ক সিটির বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে পারবেন। বর্তমানে , সিটির এলফরএল ও এসওয়াইইপি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সামারের জুন থেকে আগস্ট মাসের মধ্যে ছয় সপ্তাহের জন্য কাজ করার সুযোগ পান। এখন এলফরএল প্রোগ্রামের আবেদন গ্রহণ করা হচ্ছে। ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হবে। এসওয়াইইপির আবেদন এখনো শুরু হয়নি। তবে খুব শিগগিরই শুরু হবে। এই কাজের জন্য তাদেরকে পেমেন্ট দেওয়া হয়ে থাকে ঘণ্টা হিসাব করেই। এখানে যারা অংশ নিতে চান, তারা আগেভাগেই সব নথিপত্র সংগ্রহ করে। স্ব বিষয়ে হাতে-কলমে শিক্ষা নেন। ছাত্রজীবনেই চাকরির অভিজ্ঞতা থাকায় লেখাপড়া শেষ করার সঙ্গে সঙ্গেই তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়ে যান। এই ইন্টার্নশিপ আগামী দিনের জন্য অংশগ্রহণকারীদের নেতৃত্ব দিতে
প্রস্তুত করে। এলফরএল প্রোগ্রামটি জাতীয়ভাবে স্বীকৃত একটি প্রোগ্রাম, যা হাইস্কুল ও কলেজের মেধাবী শিক্ষার্থীদের নিউইয়র্ক সিটিতে নেতৃস্থানীয় করপোরেশন, অলাভজনক সংস্থা এবং সরকারি সংস্থাগুলোর সঙ্গে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপে অংশগ্রহণ করার সুযোগ দেয়।
লিডার ইন্টার্নদের নিয়োগের মাধ্যমে নিয়োগকর্তারা চাকরির জন্য প্রস্তুত আবেদনকারীদের সঙ্গে মিলিত হন। যাদের বাছাই করা হয়, তাদেরকে ইন্টারভিউয়ের জন্য তৈরি করা হয়। শিক্ষার্থীরা একটি প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান এবং ৩০ ঘণ্টা প্রাক-নিয়োগ প্রশিক্ষণ পান।
সামার ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম (এসওয়াইইপি) হলো যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ যুব কর্মসংস্থান কর্মসূচি, যা ১৪ থেকে ২৪ বছর বয়সী নিউইয়র্ক সিটির যুবকদের ক্যারিয়ার অন্বেষণের সুযোগ এবং প্রতি গ্রীষ্মে বেতনের কাজের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন আগ্রহ এবং কর্মজীবনের পথ অন্বেষণ করতে পারেন, কর্মক্ষেত্রে রাখতে পারেন।