Connect with us

নিউইয়র্ক

আমেরিকায় ভয়াবহ রূপ নিচ্ছে ফ্লু সংক্রমণ

Published

on

যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিয়েছে ফ্লু সংক্রমণ। সেন্টার ফর ডিযিয কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পরিসংখ্যান বলছে, এ বছর ফ্লু আক্রান্ত হয়ে ডাক্তারের শরণাপন্ন হওয়া রোগীর সংখ্যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ফ্লু থেকে রক্ষা পেতে ভ্যাকসিন বা ফ্লু-শট নেয়ার পাশাপাশি ফ্লু আক্রান্ত ব্যাক্তিদের কাছ থেকে কিছুটা দুরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে, সম্প্রতি দেশে ছড়িয়ে পড়া ফ্লুতে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
ফ্লু থেকে রক্ষা পেতে দ্রুত ফ্লু-শট নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক জেসিকা সেপার্ড। রোববার এক সাক্ষাৎকারে, ফ্লু-শট নেয়ার পাশাপাশি অসুস্থদের কাছ থেকে দুরত্ব বজায় রাখা এবং অসুস্থ বোধ

করলে নিজেকে আলাদা করে রাখার ওপর গুরুত্ব দেন এই চিকিৎসক।
এদিকে, যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা স্থগিতের প্রভাবে বিশ্বের প্রায় ৬ মিলিয়ন এইচআইভি আক্রান্ত মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
জেসিকা মনে করেন, সহায়তা বন্ধ হলে, ওই অঞ্চলগুলোর পাশাপাশি অ্যামেরিকাও ঝুঁকিতে পড়বে। কারণ রোগ নিরাময়ের পাশাপাশি এই প্রজেক্টগুলো গবেষণা কাজেও ব্যবহার করা হয়।
নিষেধাজ্ঞার প্রভাবে ইতোমধ্যে, ঘানা ও কেনিয়ায় জরুরি ম্যালেরিয়া-বিরোধী অভিযানের প্রয়োজনীয় কীটনাশক এবং মশারি পড়ে আছে গুদামে। হাইতিতে বন্ধ আছে, এইচআইভি আক্রান্ত মায়েদের চিকিৎসা, যার প্রভাবে শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এইডস।

Advertisement
Comments
Advertisement

Trending