নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের কলেজ তহবিলের জন্য ৪২ মিলিয়ন ডলার সংগ্রহে সহায়তা করেছে এনওয়াইসি কিডস্ রেইস নামক এক প্রতিষ্ঠান। কলেজে পড়ার খরচ অনেক বেশি হওয়ার জন্য নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলের শিক্ষার্থীরা এখন আর্থিক সহায়তা পাবে একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে।
গত বুধবার সিটি হলে এ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। যেখানে জানানো হয়, নিউ ইয়র্ক সিটির আড়াই লাখ শিক্ষার্থীর জন্য কলেজ তহবিল গঠন করা হয়েছে যাতে তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।
NYC Kids Rise-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডেবরা-এলেন জানিয়েছেন, এই কর্মসূচিটি নিউ ইয়র্ক সিটির ২ লাখ ৮০ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এনওয়াইসি স্কলারশিপ দিয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য এরইমধ্যে ৪২ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে।
প্রতিটি শিক্ষার্থী প্রাথমিকভাবে ১০০ ডলার পায়, এবং পরিবারগুলো কিছু অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করে স্কলারশিপ অ্যাকাউন্টে আরও পুরস্কার অর্জন করতে পারে।
কমিউনিটি স্কুল ডিস্ট্রিক্ট ৮-এর সুপারিনটেনডেন্ট জেনিফার জয়েন্ট জানান, এই কর্মসূচিটি গেম চেঞ্জার। এদিকে গত বছর, এনওয়াইসি পাবিলক স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা NYC Public School Alumni Community Scholarship নামের একটি বিশেষ উদ্যোগ শুরু করে যাতে বর্তমানে তাদের স্কুলে পড়া শিক্ষার্থীদের জন্য তহবিল সংগ্রহ করা যায়।
এরই মধ্যে প্রায় ১০০ জন প্রাক্তন শিক্ষার্থী এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন এবং শিক্ষার্থীদের প্রতি সমর্থনের বার্তা পাঠিয়েছেন। এর ফলে ৭৯টি স্কুল সম্প্রদায়ের প্রায় ৬,০০০ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী NYC Public School Alumni Community Scholarship তহবিল থেকে সহায়তা পাবে।