নিউইয়র্ক
নিউইয়র্কে ভিসা বাতিল ডজনখানেক শিক্ষার্থীর
Published
1 week agoon

হঠাৎ করেই নিউইয়র্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে অধ্যয়নরত বেশ কিছু আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এমস তথ্য জানিয়েছে, নিউইয়র্ক ইউনিভার্সিটি, কিউনির অধীনস্ত কলেজগুলো। কলেজগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের অপরাধ ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া। তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিল। এসব শিক্ষার্থী গত ২ বছর ফিলিস্তিনে ইসরাইলিদের বর্বর হামলা ও হত্যাযজ্ঞবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন।
এর ফলে নিউ ইয়র্ক স্টেট জুড়ে অন্তত ৫০ জন শিক্ষার্থীর ভিসা বাতিল হলো এরই মধ্যে।
সাম্প্রতিক সময়ে, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট কলেজগুলো জানিয়েছে যে, ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষ কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই শিক্ষার্থীদের বৈধ অবস্থান বাতিল করেছে। বরং, এসব প্রতিষ্ঠানকে নিজেরাই সরকারী একটি ডেটাবেস চেক করে বিষয়টি জানতে হয়েছে। অনেক ক্ষেত্রেই, শিক্ষার্থীরা এখন দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে রয়েছেন।
এখন প্রশাসন বলছে ভিসা বাতিল
করা হয়েছে আরও সাধারণ কারণে যেমন ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ছোটখাটো অপরাধেও। অনেকে আবার বলছে, তারা কোনো ব্যাখাই পাননি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিসা বাতিল নিয়ে বিস্তারিত তথ্য দিতে অনীহা প্রকাশ করেছে, কারণ তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল স্টুডেন্ট প্রাইভেসি আইন মেনে চলছে।
এদিকে গত মাসে হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোম এক বিবৃতিতে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে বসবাস ও অধ্যয়নের জন্য ভিসা পাওয়া একটি বিশেষাধিকার।
বর্তমান তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটির সিটি ইউনিভার্সিটিতে অন্তত ১৭ জন এবং স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক তে আরও ২১ জন শিক্ষার্থীর ভিসা স্ট্যাটাস পরিবর্তিত হয়েছে।
CUNY একটি বিবৃতিতে জানিয়েছে, কিছু আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা স্ট্যাটাস পরিবর্তিত হয়েছে এবং তাদের সাথে যোগাযোগ করে গাইডেন্স ও সহায়তা দেওয়ার চেষ্টা হচ্ছে।
অন্যদিকে SUNY বলেছে, এই পরিবর্তিত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং শিক্ষার্থীরা যেন তাদের অধিকার সম্পর্কে জানে, নিউ ইয়র্ক স্টেট অফিস ফর নিউ আমেরিকানস থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা পায় এবং কীভাবে তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে তা বোঝে সেদিকে কাজ করছে বিশ্ববিদ্যালয়।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট লিন্ডা মিলস ও প্রভোস্ট জর্জিনা ডোপিকো গত মঙ্গলবার শিক্ষার্থী ও ফ্যাকাল্টিদের কাছে এক ইমেইলে লেখেন। যেখানে বলা হয়, নিজস্ব কমিউনিটির সদস্যরাও এই প্রভাবের মধ্যে পড়েছে। তবে কতজন প্রভাবিত হয়েছেন, NYU কর্তৃপক্ষ তা স্পষ্ট করেনি।
এদিকে, ফোর্ডহ্যাম ইউনিভার্সিটিতে দুইজন শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তাদের মধ্যে একজন ছিল একজন আন্ডারগ্র্যাজুয়েট, যার ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সঙ্গে কোনো যোগসূত্র ছিল না।
ফোর্ডহ্যাম প্রেসিডেন্ট টানিয়া টেটলো বলেন, “ যতটা সম্ভব সহায়তা দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ এটি একটি অকল্পনীয় পরিস্থিতি, এবং তার জন্য সত্যিই দুঃখিত।”
এদিকে, পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তাদের অপরাধ ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্র মন্ত্রী) মার্ক রুবিও এ তথ্য প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। প্রশাসন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ক্ষান্ত হয়নি। এমন কি যুক্তরাষ্ট্রের নাগরিক হবার পরও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার অপরাধে চাকরি পাবার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।
গত ৭ দিনে চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হওয়াদের মধ্যে মধ্যে রয়েছে বাংলাদেশি পাঁচ জন শিক্ষার্থী। তাদের ২ জনের বাড়ি সিলেট জেলায়, ২ জন ঢাকা ও ১ জন বগুড়া জেলার। এ তথ্য ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত বছর ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মিছিলে শতশত বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল। যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ হাজার বাংলাদেশি ছাত্র-ছাত্রী স্টুডেন্ট ভিসা নিয়ে লেখাপড়া করছেন।

নির্বাচন ও গণতন্ত্র

এরা কথা বলতে পারে না

চ্যাটজিপিটিতে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপের আতঙ্ক ভিডিও প্রতারণা

যাঁরা খেজুর খেতে চান না, তাঁদের জন্য কিছু তথ্য

যে কারণে ড. ইউনূসকে ৫ বছরের জন্য চাচ্ছেন সাধারণ মানুষ

সফল বিনিয়োগ সম্মেলন: অবাক বিস্ময়ে তাকিয়ে আছে পৃথিবী

গ্রীন কার্ডধারীকে এয়ারপোর্টে আটক, নগ্ন করে জিজ্ঞাসাবাদ এবং গ্রীন কার্ড বাতিলের চেষ্টা

হাসনাতের ফেসবুক পোস্টে তোলপাড়

সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন: আসিফ
Trending
-
বাংলাদেশ2 weeks ago
যে কারণে ড. ইউনূসকে ৫ বছরের জন্য চাচ্ছেন সাধারণ মানুষ
-
বাংলাদেশ1 week ago
সফল বিনিয়োগ সম্মেলন: অবাক বিস্ময়ে তাকিয়ে আছে পৃথিবী
-
কমিউনিটি সংবাদ1 week ago
নিউইয়র্কে ‘অবৈধ অভিবাসীদের বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সেমিনার
-
বাংলাদেশ8 hours ago
বাংলাদেশ-চীন-পাকিস্তান সখ্য: কৌশলগত চ্যালেঞ্জে ভারত