সারা বিশ্ব
অস্ত্র মামলায় সোমবার থেকে হান্টার বাইডেনের বিচার শুরু
Published
4 months agoon
গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র কেনার সময় মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া ও ২০১৮ সালের অক্টোবরে অবৈধভাবে ১১ দিন নিজের কাছে অস্ত্র রাখাসহ তিনটি অভিযোগ আনা হয়।
হান্টার বাইডেন। ছবি: রয়টার্স
আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিচারিক কার্যক্রম আগামী সোমবার থেকে শুরু হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র কেনার সময় মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া ও ২০১৮ সালের অক্টোবরে অবৈধভাবে ১১ দিন নিজের কাছে অস্ত্র রাখাসহ তিনটি অভিযোগ আনা হয়। বিশেষ কৌঁসুলি ডেভিড ওয়েইস আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে এ অভিযোগ আনেন।
তবে হান্টার আগ্নেয়াস্ত্র কেনার সঙ্গে সম্পৃক্ত তিনটি অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অনুযায়ী, সবগুলো অভিযোগ প্রমাণিত হলে হান্টারের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
একদিকে ৮১ বছর বয়সী জো বাইডেন যখন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন, তখন অন্যদিকে তার ছেলে বিচারের মুখোমুখি হতে চলেছেন।
এ বিচারিক কার্যক্রম থেকে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হান্টারের বাবা জো বাইডেনের প্রতিদ্বন্দ্বীরা বিশেষ সুবিধা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন।
এদিকে মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা ব্যবসায়িক তথ্য জালিয়াতি সংক্রান্ত মামলার শুনানি হয়। ট্রাম্পের (৭৭) বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। সেগুলোর বিচার এখনও শুরু হয়নি।
রিপাবলিকান দলের নেতাকর্মীরা জো বাইডেনের পরিবার, বিশেষ করে তার ছেলে হান্টারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিষয়ে অভিযোগ করে আসছেন। বহু বছর ধরে তারা এটি প্রমাণ করতে চাইছেন যে হান্টার তার বাবার প্রভাব কাজে লাগিয়ে অবৈধভাবে লাভবান হয়েছেন। কিন্তু তারা আজও এটি প্রমাণ করতে পারেননি।
গত সেপ্টেম্বরেই হান্টারের বিরুদ্ধে আরেকটি ফৌজদারি মামলা হয়। এতে তার বিরুদ্ধে লাখ লাখ ডলার কর ফাঁকির অভিযোগ আনা হয়। এ মামলাটিও করেন বিশেষ কৌঁসুলি ডেভিড ওয়েইস।
ডেলাওয়্যারের একটি আদালতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হান্টারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মামলার বিচারিক কার্যক্রম চলতে পারে।
ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, আদালতে তারা বিভিন্ন ছবি, সাক্ষী ও বার্তা উপস্থাপন করবেন, যাতে এটি প্রমাণ করা সম্ভব হবে যে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মামলার সাক্ষী হিসেবে হান্টারের সাবেক স্ত্রীকে আদালতে তলব করা হতে পারে এবং তার কাছে মেয়েকে বাঁচানোর জন্য হান্টারের গাড়ি থেকে মাদকদ্রব্য সরিয়ে নেওয়ার ঘটনা জানতে চাওয়া হতে পারে।