Connect with us

সারা বিশ্ব

প্রিন্সেস ডায়ানার চিঠি উঠছে নিলামে

Published

on

প্রিন্সেস ডায়ানার চিঠি উঠছে নিলামে

গৃহকর্মীকে অনেক চিঠি ও ছুটির পোস্ট কার্ড দিয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। এবার নিলামে উঠছে ডায়ানার সেই চিঠিগুলো। আগামী ২৭ জুন যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে এই চিঠিগুলোকে নিলামে তোলা হবে। আশা করা হচ্ছে মিলিয়ন ডলারে বিক্রি হবে ডায়ানার এই সব চিঠি। নিলামটির আয়োজন করছে জুলিয়েনস অকশনস নামের নিলামকারী প্রতিষ্ঠান।
নিউইয়র্ক পোস্ট–এর তথ্য অনুযায়ী, নিলামে ওঠা সামগ্রীর মধ্যে রয়েছে ১৯৮১ সালে প্রিন্স চার্লসকে বিয়ের পর প্রিন্সেস অব ওয়ালসের সঙ্গে তাঁর যোগাযোগ ও সাবেক গৃহকর্মীকে লেখা চিঠিগুলো। গৃহকর্মীটির নাম মাউড পেন্ড্রে । ১৯৮১ থেকে ১৯৮৫ সালের মধ্যে প্রিন্সেস ডায়ানার পাঠানো ১৪টি ক্রিসমাস ও নতুন বছরের শুভেচ্ছা কার্ডও নিলামে উঠবে। এসব চিঠিতে প্রিন্সেস ডায়ানার জীবনের ব্যক্তিগত অনেক তথ্যের উল্লেখ রয়েছে। মধুচন্দ্রিমা থেকে শুরু করে প্রথম সন্তান যুবরাজ উইলিয়ামের জন্ম, যেখানে নিজেকে অত্যন্ত গর্বিত ও ভাগ্যবান মা হিসাবে বর্ণনা করেছেন ডায়না। তিনি লেখেন, ‘সে আমাদের জন্য সুখ ও তৃপ্তি এনেছে।’ ১৯৮২ সালের সেপ্টেম্বরে লেখা এক চিঠিতে প্রিন্স উইলিয়ামকে উপহার দেওয়ার জন্য ডায়ানা বালমোরাল ক্যাসেলের কর্মীদের ধন্যবাদ জানান। ১৯৮৩ সালের ১৩ জুলাই লেখা দুই পৃষ্ঠার এক চিঠিতে প্রিন্সেস ডায়ানার কৌতুকপ্রিয় চরিত্রের দিকটিও ফুটে উঠেছে।
একই সাথে চিঠিগুলির পাতায় জীবন্ত হয়ে উঠেছে ডায়ানার জীবনের একাধিক আনন্দঘন মুহূর্ত। এর মধ্যে একটি হাতে লেখা চিঠির তারিখ ৮ সেপ্টেম্বর ১৯৮২ দেওয়া হয়েছে। তিনি আলথর্প থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের বর্ণনা দিয়েছেন, যেখানে ডায়ানা অবাক হয়েছিলেন যে তাঁরা ওপর থেকে তাঁর হাত নড়ানো দেখতে পাচ্ছে কি না, তা ভেবে।
প্রিন্সেস ডায়ানাকে তাঁর দাতব্য কাজ ও ব্যক্তিগত জীবনের জন্য বিশ্বের অন্যতম বিখ্যাত নারী হিসেবে বিবেচনা করা হয়। প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মা তিনি। ১৯৯৬ সালে প্রিন্স চার্লসের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। ১৯৯৭ সালে ৩৬ বছর বয়সে লক্ষ ভক্ত শুভাকাঙ্খিকে বেদনার সাগরে ডুবিয়ে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানা।

Advertisement
Comments
Advertisement

Trending