ম্যাসাচুসেটসের ব্রেনট্রিতে শনিবার সন্ধ্যা ৬ টায় এএমসি ব্রেনট্রি টেন থিয়েটারে চার নারীকে ছুরিকাঘাতের অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রেনট্রি পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি থিয়েটারে প্রবেশ করে ৯ থেকে ১৭ বছর বয়সী চারজন নারীকে ছুরিকাঘাত করেন। আহত নারীদের অবস্থা স্থিতিশীল। তাদের চিকিৎসার জন্য বোস্টন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ বলছে, অতর্কিতভাবে হামলার পর সন্দেহভাজন ব্যক্তি একটি কালো এসইউভিতে ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ তদন্তের জন্য ভিডিও ফুটেজ ব্যবহার করে গাড়ির লাইসেন্স প্লেট শনাক্ত করে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেয়।
সতর্কতা নির্দেশ পাওয়ার পর কর্তৃপক্ষ বর্ণনার সঙ্গে মিলে যাওয়া গাড়িটি ম্যাসাচুসেটসের প্লাইমাউথে শনাক্ত করে।
ব্রেনট্রিতে এএমসি তে ছুরিকাঘাতের প্রায় এক ঘণ্টা পরে আনুমানিক সন্ধ্যা ৭টা ৪ মিনিটে, সন্দেহভাজন ব্যক্তি প্লাইমাউথের একটি ম্যাকডনাল্ডসে ২১ বছর বয়সী এক নারী ও ২৯ বছর বয়সী পুরুষকে ও ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করা হয়।
ম্যাসাচুসেটস স্টেইট পুলিশ জানিয়েছে আহত দুজনের অবস্থাও স্থিতিশীল এবং তাদের স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ম্যাসাচুসেটস স্টেইট পুলিশের ধাওয়ার সময় সন্দেহভাজন ব্যক্তি ম্যাসাচুসেটসের স্যান্ডউইচে বিধ্বস্ত হয় এবং পুলিশ তাকে গ্রেফতার করে।
ব্রেনট্রি পুলিশ ধারণা করছে দুটি হামলার ঘটনার মধ্যে যোগসাদৃশ্য রয়েছে।