Connect with us

সারা বিশ্ব

হামলা এড়াতে এক টেবিলে যুক্তরাষ্ট্র-ইরান!

Published

on

ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এমন আলোচনা হলো। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে কূটনৈতিক সম্পর্ক নেই। তবুও ওমানে ‘চিরশত্রু’ যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসেছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, আঞ্চলিক হামলা এড়ানোর বিষয়ে পরোক্ষ আলোচনা করেছে মার্কিন ও ইরানি কর্মকর্তারা।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এছাড়াও নিজ নিজ মিত্র ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে তীব্র মতবিরোধ রয়েছে উভয় দেশের।

বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, জাতিসংঘে ইরানের প্রতিনিধি ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচনার সময় ও স্থান উল্লেখ না করে তিনি জানান, এই আলোচনা এবারই প্রথম নয়, এটি শেষও নয়। ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এমন আলোচনা হলো।

এর আগে গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েলে। এতে রেভল্যুশনারি গার্ডের সাত সেনা নিহত হয়। অপরদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

Advertisement
Comments
Advertisement

Trending