Connect with us

সারা বিশ্ব

১০০ কর্মী ছাঁটাই করবে সিএনএন

Published

on

১০০ কর্মী ছাঁটাই করবে সিএনএন

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিজিটাল দুনিয়ায় ব্যবসা সম্প্রসারণের জন্য ১০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের সিইও মার্ক থম্পসন মেমোতে বলেছেন, সিএনএন তাদের সংবাদ সংগ্রহ ও ডিজিটাল নিউজ টিম কে একীভূত করার পাশাপাশি ভিডিও কন্টেন্টে বিনিয়োগ করবে এবং পেপার ভিউ নিউজ পণ্য চালু করবে। আর এসব পরিকল্পনার অংশ হিসাবে এমন সিদ্ধান্ত।
মেমোতে থম্পসন বলেন, ‘সিএনএন ভবিষ্যতের জন্য একটি বিলিয়ন ডলার ডিজিটাল ব্যবসা তৈরির উদ্যোগ পদক্ষেপ নিতে যাচ্ছে’। এদিকে, নিউইয়র্ক টাইমস ও বিবিসির সাবেক এক্সিকিউটিভ থম্পসন গত বছরের অক্টোবরে সিএনএনের সিইও হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নেটওয়ার্কের কার্যক্রমকে স্ট্রিমলাইন করার চেষ্টা করছেন এবং টিভি দর্শকদের আগ্রহ হ্রাস মোকাবিলায় নেটওয়ার্কের কার্যক্রম সহজতর করার চেষ্টা করছেন। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মালিকানাধীন সিএনএন গত বছর ম্যাক্সে কনটেন্ট স্ট্রিমিং শুরু করে। এর ধারাবাহিকতায় সিএনএন এই বছরের শেষ নাগাদ সিএনএন ডট কম এর জন্য একটি স্বতন্ত্র সাবস্ক্রিপশন চালু করবে যা লাইফস্টাইল ও ফিচার কনটেন্টের ওপর ফোকাস করবে। সিএনএন এর নতুন পরিকল্পনার অংশ হিসেবে একটি ইউনিট টিভি ফিউচার ল্যাব তৈরি করবে এবং সিএনএন র জন্য কনটেন্ট তৈরি করবে পাশাপাশি ডিজিটাল চ্যানেলগুলোর জন্য সিএনএন এর টিভি প্যাকেজ তৈরি করবে। থম্পসন সিএনএনের সম্পাদকীয় কাজের ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তনের বিবরণ দেন। মেমোতে বলা হয়েছে, থম্পসন বুধবার টাউন হল মিটিংয়ে কর্মীদের সঙ্গে নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

Advertisement
Comments
Advertisement

Trending