Connect with us

সারা বিশ্ব

মার্কিনিদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ পুতিনের

Published

on

যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদের জন্য ক্ষতিপূরণ বাবদ মার্কিন কোম্পানি এবং ব্যক্তিদের সম্পদ রাশিয়া বাজেয়াপ্ত করতে পারে মস্কো। গতকাল বৃহস্পতিবার এই সংক্রান্ত এক আদেশনামায় স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার গ্রুপ অফ সেভেন শিল্পোন্নত দেশগুলির শীর্ষ অর্থ কর্মকর্তারা একটি বৈঠকে মিলিত হবার সময়ে রাশিয়ার সরকারের আইনি পোর্টালে আদেশটি প্রকাশিত হয়। সেই বৈঠকের আলোচ্যসূচির শীর্ষে ছিলো এই প্রশ্নটি যে পশ্চিমে রুশ সম্পদ আটকে রাখা নিয়ে কী করা উচিত।

ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্র দেশের বাইরে রুশ সম্পদের ২৬ হাজার কোটি ডলার বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছে। তবে ইউরোপীয় কর্মকর্তারা আইনি ও আর্থিক স্থিতিশীলতার উদ্বেগ উল্লেখ করে তা প্রতিরোধ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিল মাসে ইউক্রেনীয়দের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুযোগ পুনর্নির্মাণ আইনে স্বাক্ষর করেন, যা প্রশাসনকে যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদের প্রায় ৫০০ কোটি ডলার বাজেয়াপ্ত করার অনুমতি দেয়। আইনটি ইউক্রেন এবং অন্যান্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের একটি সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। আর এর মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য প্রায় ৬ হাজার ১০০ কোটি ডলার রয়েছে।

তবে গ্রুপ অফ সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যের কাছ থেকে চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা নেই।

পুতিনের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে যে রাশিয়ার কোম্পানি এবং কেন্দ্রীয় ব্যাংক ও ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে সম্পত্তি বাজেয়াপ্ত করাকে অযৌক্তিক ঘোষণা করার জন্য রাশিয়ার আদালতে আবেদন করতে পারে।

আদালত সম্মত হলে, একটি সরকারি কমিশন ক্ষতিপূরণে সম্পদ প্রদানের প্রস্তাব দেবে যার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মালিকানাধীন সম্পত্তি বা রাশিয়ায় তাদের কোম্পানি, সিকিউরিটিজ এবং রাশিয়ার কোম্পানিতে তাদের শেয়ার অন্তর্ভুক্ত থাকতে পারে।

Advertisement
Comments
Advertisement

Trending