Connect with us

সারা বিশ্ব

হাইতিতে গ্যাং সহিংসতায় যুক্তরাষ্ট্রের মিশনারি দম্পতি নিহত

Published

on

হাইতিতে ছড়িয়ে পড়া গ্যাং সহিংসতায় এক মার্কিন মিশনারি দম্পতি নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন হাইতির একজন তরুণও। বৃহস্পতিবার রাতে হাইতির রাজধানী পোর্ট অ–প্রিন্সে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটালি লয়েড (২১) ও তার স্বামী ডেভিড (২৩) এবং ২০ বছর বয়সী হাইতির তরুণ জুড মন্টিস।

নাটালির বাবা যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের সিনেটর বেন বেকার ফেসবুকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘তারা আজ সন্ধ্যায় গ্যাং হামলার শিকার হয়ে নিহত হয়েছে। দু’জন একসঙ্গে স্বর্গে গিয়েছে।’

২০২২ সালে নাটালি ও ডেভিডের বিয়ে হয়। তাদের সংগঠন মিশনস ইন হাইতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, হামলার তৃতীয় শিকার মন্টিস।

এর আগে ফেসবুক পোস্টে সংস্থাটি বলেছিল, পৃথক দুটি সশস্ত্র গোষ্ঠী তাদের ওপর আক্রমণ করে। প্রথমে বন্দুকধারীরা তিনটি গাড়িতে এসে তাদের ওপর হামলা চালায়। এরপর আরেকটি দল আসে। এ সময় মিশনারি সদস্যরা একটি ভবনের ভেতরে আটকা পড়েন। এরপর গ্যাং সদস্যরা ভবনটির ভেতরে ঢুকে হামলা করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে বলেছেন, তারা এই ঘটনা সম্পর্কে অবগত।

পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এই ক্ষতির জন্য তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই আমরা। আমরা সব ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।’

এদিকে হাইতির পরিস্থিতি স্থিতিশীল করতে কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীকে দ্রুত সেখানে মোতায়েন করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।

Advertisement
Comments
Advertisement

Trending