Connect with us

সারা বিশ্ব

ওহাইওর ভবনে বিস্ফোরণ, আহত ৭, নিখোঁজ ২

Published

on

ওহাইওর ইয়াংসটাউনের এক ভবনে বিস্ফোরণে ৭ জন আহত হয়েছেন ও ২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে সেন্ট্রাল স্কয়্যারের কাছে এ বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর।
এবিসি নিউজ কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেখানে একটি ব্যাংকের শাখা ও একাধিক অ্যাপার্টমেন্ট রয়েছে।

ইয়াংসটাউনের ফায়ার চিফ ব্যারি ফিনলে প্রাথমিকভাবে ধারণা করছেন গ্যাসের বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পরে অবশ্য তিনি জানান যে, তার দল নির্দিষ্ট কারণ খুঁজে বের করতে কাজ করছে।

তিনি বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যেটুকু নিশ্চিত করে বলতে পারি তা হলো এখানে অবশ্যই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

স্বাস্থ্যসেবা সার্ভিস মার্সি হেলথ জানিয়েছে, বিস্ফোরণে আহত ৭ জনকে তারা চিকিৎসা সেবা দিচ্ছে। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর।

ফিনলে আরও জানিয়েছেন, বিস্ফোরণের পর ওই ভবনের এক নারী ও পুরুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ পুরুষ ব্যাংকের কর্মকর্তা।

বিস্ফোরণের পর পুলিশ তার গাড়ি খুঁজছে বলে জানান তিনি। ফিনলে যোগ করেন, ‘গাড়ি কোথায় আছে সেটা জানা না পর্যন্ত ধরে নিতে হবে তিনি ওই ভবনেই আছেন।’

ফিনলে আরও বলেন, বেজমেন্টের ওপরের তলাটি বিস্ফোরণে ধসে পড়ে। সেখানে ড্রোন পাঠিয়ে তল্লাসি চালানো হচ্ছে।

ভবনটি নিরাপত্তার খাতিরে খালি করে দেয়া হয়েছে এবং আশেপাশের সড়কে যান ও জনসাধারণের চলাচল বন্ধ আছে।

পুলিশ আরও জানিয়েছে যে, এখন পর্যন্ত বিস্ফোরণের পেছনে হামলা বা এ জাতীয় সন্দেহজনক কিছু তারা পাননি।

Advertisement
Comments
Advertisement

Trending