Connect with us

সারা বিশ্ব

দোষী সাব্যস্ত হওয়ার পরও ট্রাম্পের নির্বাচনি তহবিলে ৫ কোটি ৩০ লাখ ডলার অনুদান

Published

on

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু এরপরও তার নির্বাচনি প্রচারণার তহবিলে ৫ কোটি ৩০ লাখ ডলার অনুদান জমা হয়েছে। শুক্রবার (৩১ মে) ট্রাম্পের নির্বাচনি প্রচারণা তহবিল এ কথা জানিয়েছে।

ট্রাম্পের নির্বাচনি প্রচারণা তহবিল দাবি করেছে, এ রায় ট্রাম্পের সমর্থনকে আগের চেয়েও বাড়িয়ে দিয়েছে। এ রায়ের পর ঘণ্টায় অনুদান এসেছে ২০ লাখ ডলারেরও বেশি। যা একটি নতুন রেকর্ড।

ট্রাম্পের নির্বাচনি প্রচারণার সিনিয়র সহকারী ক্রিস লাসিভিটা ও সুসি ওয়াইলস এক বিবৃতিতে বলেছেন, ‘অনুদানের এক তৃতীয়াংশেরও বেশি এসেছে নতুন দাতাদের কাছ থেকে। যা প্রশংসনীয়।’

নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ আনা হয়েছিল। বৃহস্পতিবার (৩০ মে) এ সবগুলো অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

১১ জুলাই এসব অভিযোগে তার সাজা ঘোষণা করা হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ট্রাম্পের সর্বোচ্চ চার বছরের জেল হতে পারে। তবে আইনজ্ঞরা বলছেন, কারাদণ্ডের বদলে তার জরিমানা হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে ধারণা করা হচ্ছে, ট্রাম্প এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

২০০৬ সালে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প সন্তান প্রসব করেন। এর পরপরই ট্রাম্প সাবেক পর্ণ তারকা স্টর্মি ডেনিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান ট্রাম্প। তখন স্টর্মিকে তার সঙ্গে সম্পর্ক থাকার বিষয়ে চুপ থাকার জন্য নির্বাচনের আগে তাকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন ট্রাম্প।

স্টর্মি ডেনিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের একটি আদালত।

Advertisement
Comments
Advertisement

Trending