Connect with us

সারা বিশ্ব

গাজা যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

Published

on

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার চলমান যুদ্ধের অবসান ঘটাবেন তিনি। গত কয়েক মাসে এই যুদ্ধে গাজার হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

শনিবার রাতে ইউএফসি ইভেন্টে রাশিয়ার মিক্সড মার্শাল আর্টিস্ট খাবিব নুর মাগোমেদভের উপস্থিতিতে এ কথা বলেন ট্রাম্প।

যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট অনুসারে, খাবিব নুর মাগোমেদভ ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, আমি জানি আপনি ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করবেন। জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধ বন্ধ করব, আমি যুদ্ধ বন্ধ করব।’

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাস হামলা চালায়। এরপর থেকে ইসরাইল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজায় ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্থিনি নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু।

এ ছাড়া দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে ৮২ হাজার ৬২৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি আগ্রাসনে ৬০ জন নিহত এবং ২২০ জন গুরুতর আহত হয়েছেন।

Advertisement
Comments
Advertisement

Trending