Connect with us

সারা বিশ্ব

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের পদত্যাগ

Published

on

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক স্যালি বুজবি আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী রোববার এ কথা জানিয়েছেন।

স্যালি ২০২১ সালে ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক হন। তিনি ছিলেন আমেরিকান জনপ্রিয় পত্রিকাটির গত ১৫০ বছরের ইতিহাসের প্রথম নারী সম্পাদক।

প্রকাশক ও সিইও উইলিয়াম লুইস চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত নেয়া পদক্ষেপের মধ্যে এটিই সবচেয়ে বড়ো বলে পত্রিকাটি জানিয়েছে।
লুইস জানিয়েছেন,ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক প্রধান সম্পাদক ম্যাট মুরে স্যালির স্থলাভিষিক্ত হচ্ছেন।
তবে স্যালি কেন পদত্যাগ করছেন সে সম্পর্কে কিছু বলেননি।
এদিকে স্টাফের কাছে পাঠানো ইমেইলে লুইস বার্তা কক্ষে নতুন বিভাগ চালুর কথা জানিয়েছেন। এটি গতানুগতিক বার্তা, সম্পাদকীয় ও মতামত বিভাগ থেকে আলাদা হবে বলে তিনি উল্লেখ করেন।
এআই ব্যবহার করে চালু করা নতুন বিভাগের দেখভাল মুরে করবেন বলেও তিনি জানান।

Advertisement
Comments
Advertisement

Trending